টাকা বাড়ী-গাড়ীর।
সময় হ’লে যেতে হবে
তোমার আসল বাড়ী।
মানুষ তুমি মহড়া দেখাও
রাজ্য-জমিদারীর।
সবকিছুই তো রয়ে যাবে
যাবে তুমি ফিরি।
কত রাজা আসছে-গেছে
দুই দিনের এই দুনিয়া
টিকেনি কারো রাজ্য, জমিদারী
অহংকারের লাগিয়া।
কত টাকা কত সৈন্য
ছিল নমরূদের দরবারে।
ক্ষুদ্র মশা মারল তাকে
পাড়ি দিল ওপারে।
ফেরাঊনের তো কম ছিল না
অহংকারী ভাব
সমুদ্রে ডুবিয়ে মারল
তার জমানো পাপ।
-জিহাদুল ইসলাম
নওদাপাড়া, রাজশাহী।