লাভের আশায় চলছে ভেজাল
ছেয়ে গেছে দেশ,
সব জিনিসেই ঢুকেছে ভেজাল
ভেজালের নাইকো শেষ।
সরিষার তেলে পামঅয়েল ভেজাল
দুধে ভেজাল পানি,
পুরি পরাটায় নিশাদল ভেজাল
গুঁড়ে ভেজাল চিনি।
হলুদ, মরিচের মাঝে ভেজাল
ভুষি, ইটের গুঁড়া,
খাসির গোশতে চলছে ভেজাল
হালুয়ান ছাগল, ভেড়া।
নকল ডাক্তারে সয়লাব দেশ
ধরা পড়ছে কত!
ভুল চিকিৎসা ভেজাল ঔষধে
রোগী মরছে অবিরত।
আসল ভেজাল চেনাই মুশকিল
কমছে না এর রেশ,
আর কতকাল চলবে এসব
নাই কি এসবের শেষ?