দেশ ভরেছে শিয়াল, শকুন আর কুত্তায়

মাগো, কে মুছবে তোর চোখের পানি

এখনও ওরা রক্ত চুষে খায়

হায়! বাঙালীর রক্ত চুষে খায় \

সোনাভরা দেশে সোনার মানুষ

মুক্তির চেতনায় হয় যে বেহুঁশ

ভোরের আকাশে লাল সূর্যটা উঁকি দেয়

দেশমাতৃকা বুঝি অাঁখি মেলে চায় \

বাংলা মায়ের বুকের ধন হচ্ছে শুধুই খালি

রক্ত নেশায় পাগল ওরা দিচ্ছে হাততালি

লাশ নিয়ে সব করছে কাড়াকাড়ি

পার্থিব লোভে ফায়দা লুটতে চায় \

শান্তির বাণী সবই ফাঁকা,

সংক্রমিত বীজ উপ্ত হবেই, যায় না ধরে রাখা

ভিক্ষার দানে দেশ কি কখনও মুক্তির স্বাদ পায়?

লক্ষ প্রাণের আত্মত্যাগ কভু কি ভোলা যায় \

লাশের পরে লাশগুলো সব হচ্ছে শুধুই ভারি

রক্তে ভেজা মাটির গর্তে সাজাও সারি সারি

ইবলীসেরা হাসছে দেখ হিঃ হিঃ করে হায়

থলে ভর্তি রক্ত নিয়ে মাখাও তাদের গায় \

মানুষগুলো মরছে মরুক কিবা এসে যায়

রক্ত নেশায় পাগল এখন শিয়াল, শুকুন, কুত্তায় \







আরও
আরও
.