আত-তাহরীক-এর কাছ থেকে পেলাম সাহিত্য পুরস্কার

খুলে দিল আমার লেখনীর প্রবাহ উন্মুক্ত হ’ল দ্বার।

জীবনের শত কৃতজ্ঞতা রইল তোমাদের তরে আজ,

উপহার সে তো স্বর্ণকমল শিরেতে পরালো তাজ।

ধন্যবাদ জানাই সম্পাদক সহ আত-তাহরীক পরিবারে,

তোমরা ফুটালে আলোর ফোয়ারা কাটিয়ে রাতের অাঁধারে।

তোমাদের উৎসাহে বাংলায় আজি সাহিত্যের ফোটা ফুল,

নদী ভর ভর ঢেউ টলমল উচ্ছল দু’টি কূল।

উঠিলো বাংলায় সাহিত্যের প্রবাহ তোমাদের উপহারে

উছলি বন্যা আঘাত হানিছে সাহিত্যের বদ্ধ দ্বারে।

আমার প্রাণের সহস্র সালাম লও গো আত-তাহরীক,

জুটাও অলী আর ফোটাও গোলাপ ধরণীর সর্বদিক।

নয় নয় শুধু সাহিত্য সম্ভার ছহীহ হাদীছ ও আল-কুরআন,

তোমরা সবার ফুটালে চক্ষু এটা তো আল্লাহর দান।

দো‘আ করি আমি হৃদি-মন দিয়ে আত-তাহরীক পরিবারে,

শক্তি দাও গো আঘাত হানিতে মিথ্যার দুয়ারে।







আরও
আরও
.