শোন সবে পৃথিবীর মানুষ আশরাফুল মাখলূকাত

এসো সত্যের পথে ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংঘাত।

স্বার্থের পিছে ছুটো না আর শেষে হারাবে সব

জীবন হবে ব্যর্থ বিফল নিস্তব্ধ নীরব।

আল্লাহ মানুষকে পাঠিয়েছেন খলীফা করে দুনিয়ায়

সে দায়িত্ব পালন কতটুকু করেছ ভেবেছ কি তা হায়?

হাশরের মাঠে এই দায়িত্বের দিতে হবে হিসাব

এতটুকু হেরফের হ’লে যাবে জাহান্নামে, বাড়বে অনুতাপ।

মুসলিম আজ শতধা বিভক্ত দলে দলে উপদলে

ঐক্যের কিছু ধারে না ধার যে যার খুশীমত চলে।

নেই ভালোবাসা সম্প্রীতি-সদ্ভাব মুসলিম পরস্পরে

পশুর মত কত মানুষ হচ্ছে নিধন, খবর পত্রিকান্তরে।

কি বিভৎস চিত্র দেখি সমাজ ও দেশের প্রতি কোণে

মানবতা যেন প্রতিদিন ছিঁড়ে খায় মানুষ নামের কিছু শকুনে।

আইনের শাসন নেই হেথায়-নীরব প্রশাসন

হচ্ছে রোজই চারিদিকে তাই হত্যা-লুণ্ঠন আর গুম-অপহরণ।

দ্বীন ইসলাম ও ‘অহি-র বিধান’ নিয়ে বাতিলেরা খেলবে কত খেলা?

হে মুসলিম! গর্জে উঠ এক্ষুণি, আর কর না অবহেলা।






আরও
আরও
.