জীবনের স্বপ্নিল আয়োজন করেছি আড়ম্বরপূর্ণ,

অকস্মাৎ চেয়ে দেখি হায়! আমলের পাতা শূন্য।

মোর কৃত গোনাহের পাল্লা বেশ ভারী

 গোনাহের তুলনায় যেন ডুমুরের ফুল পুণ্য!

ধুলায় কুরআন পাকে জমেছে আস্তরণ,

হৃদয়ে পড়েছে মরীচিকার আবরণ।

কত রামাযানে লাল পর্দা ঘেরা হোটেলে

উদর পুরে তুলেছি ঢেকুর ভাবনাহীন।

মোহ মায়ায় মত্ত রয়ে কাটিয়েছি কতকাল

কী জবাব দেব তবে ভয়ানক সেই দিন?

অপসংস্কৃতির পেছনে বহুকাল ঘুরে ঘুরে

কাটিয়ে দিয়েছি জীবনের কতগুলো ক্ষণ,

পৃথিবীর মোহে ভুলে ছিনু আমি এতকাল

ঘটবেই এককালে স্বপ্নের ছন্দপতন।

কত স্বজন কবরে আজ নিশ্চুপ শায়িত

হঠাৎ হঠাৎ তাঁদের স্মরণে আমি হই ভীত।

হে প্রভু! বড্ড ভাবুক পাপী বান্দা আজ,

তোমার ভয়ে নেত্রদ্বয়ে বারি ঝরে অবিরত।

মুহাম্মাদ মুবাশশিরুল ইসলাম

নওদাপাড়া, রাজশাহী।







আরও
আরও
.