গত ২৫শে নভেম্বর’১৮ হ’তে ৭ই ডিসেম্বর’১৮ পর্যন্ত ‘আন্দোলন’ -এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর-পূর্ব যেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সফর করেন। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ।-

পঞ্চগড় ২৫-২৬শে নভেম্বর রবি ও সোমবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ২৫শে নভেম্বর রবিবার বাদ মাগরিব যেলার সদর থানাধীন আমলাহা-চেপটিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ও ২৬শে নভেম্বর সোমবার বাদ আছর তেঁতুলিয়া থানাধীন মাঝিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। এই সময় তার সাথে ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আমীনুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ যয়নুল ইসলাম ও ঠাকুরগাঁও যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুয্যাম্মেল হক প্রমুখ।

ঠাকুরগাঁও ২৭শে নভেম্বর মঙ্গলবার হ’তে ২রা ডিসেম্বর রবিবার : গত ২৭শে নভেম্বর হ’তে ২রা ডিসেম্বর পর্যন্ত ঠাকুরগাঁও যেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সফর করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। ২৭শে নভেম্বর বাদ যোহর তিনি সদর থানাধীন পল্লীবিদ্যুৎ বাযার আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর ভেলাপুকুর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব হারাগাছপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা ঠাকুরগাঁও শহর আহলেহাদীছ কেন্দ্রীয় জামে মসজিদে; ২৮শে নভেম্বর বুধবার বাদ মাগরিব হরিপুর থানাধীন যাদুরাণী হাফেযিয়া মাদ্রাসা মসজিদে, বাদ এশা চৌরঙ্গী বাযার আহলেহাদীছ জামে মসজিদে; ২৯শে নভেম্বর বৃহস্পতিবার বাদ আছর হরিপুর থানার মাহেন্দ্রগাঁও আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব পার্শ্ববর্তী রাণীশংকৈল থানাধীন রাউৎনগর মাষ্টারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, একই দিন বাদ এশা হরিপুর থানাধীন ঠাকিঠুকিপাড়া চৌরাস্তা জামে মসজিদে তাবলীগী সফর করেন। ৩০শে নভেম্বর শুক্রবার বালিয়াডাঙ্গী থানাধীন রত্নাই-কাশিবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে তিনি জুম‘আর খুৎবা প্রদান করেন। অতঃপর বাদ আছর রত্নাই-কাশিবাড়ী কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে, একইদিন বাদ মাগরিব ঠাকুরগাঁও সদর থানাধীন আলাদীহাট আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। ১লা ডিসেম্বর শনিবার বাদ ফজর হরিপুর থানাধীন নন্দগাঁও আহলেহাদীছ জামে মসজিদে, বাদ যোহর বহরমপুর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর সিংহাড়ী আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব পীরহাট বাযার আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা বহরমপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ২রা ডিসেম্বর রবিবার বাদ ফজর হরিপুর থানাধীন নন্দগাঁও আহলেহাদীছ জামে মসজিদে, বাদ যোহর পীরগঞ্জ থানাধীন জয়গুর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর দক্ষিণ নওপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব হাটপাড়া ফাযিল মাদ্রাসা জামে মসজিদে, বাদ এশা লীলাপাড়া আহলেহাদীছ ওয়াক্তিয়া মসজিদে তাবলীগী সফর করেন। উক্ত সফর সমূহে কেন্দ্রীয় মেহমানের সাথে ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ যিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ারুল করীম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি  রাজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুয্যাম্মেল হক প্রমুখ।

দিনাজপুর-পূর্ব ৩-৭ই ডিসেম্বর সোম-শুক্রবার : কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ৩রা ডিসেম্বর সোমবার বাদ যোহর যেলার ফুলবাড়ী থানাধীন চিন্তামণি আহলেহাদীছ জামে মসজিদে, একইদিন বাদ মাগরিব বিরামপুর থানাধীন চেংমারী বাযার আহলেহাদীছ জামে মসজিদে; ৪ঠা ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব নবাবগঞ্জ থানাধীন খালিফপুর-উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা খালিফপুর-দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ৫ই ডিসেম্বর বুধবার বাদ মাগরিব নবাবগঞ্জ থানাধীন বিনোদনগর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা একই থানাধীন পাঠানগঞ্জ আহলেহাদীছ জামে মসজিদে; ৬ই ডিসেম্বর বাদ ফজর নবাবগঞ্জ থানাধীন রাঘবেন্দ্রপুর আহলেহাদীছ জামে মসজিদে, বেলা ১২-টায় রাঘবেন্দ্রপুর আলিম মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে, বাদ যোহর শ্রীকৃঞ্চপুর প্রফেসরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর হেয়াতপুর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব সিরাজ ভিটাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা দাঊদপুর বাযার আহলেহাদীছ জামে মসজিদে; ৭ই ডিসেম্বর শুক্রবার বাদ ফজর নবাবগঞ্জ থানাধীন বল্লভপুর আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। উল্লেখ্য, হেলেঞ্চা আহলেহাদীছ জামে মসজিদে তিনি জুম‘আর খুৎবা প্রদান করেন। উক্ত সফর সমূহে তার সফরসঙ্গী ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক যাকির হোসাইন, নবাবগঞ্জ উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ এনামুল হক প্রমুখ। 






আরও
আরও
.