মাসিক আত-তাহরীক-এর প্রবীণ লেখক ও এজেণ্ট জনাব আব্দুর রহমান এম.এ. (৮৫) দীর্ঘদিন যাবত শয্যাশায়ী থাকাবস্থায় গত ২৭শে জুন মঙ্গলবার বিকাল ৫-টায় রাজশাহী শহরের সাধুর মোড়স্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রাত ১০-টায় স্থানীয় টিকাপাড়া গোরস্থান ময়দানে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর ও মাসিক আত-তাহরীক -এর সম্পাদক মন্ডলীর মাননীয় সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। জানাযা শেষে টিকাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘হাদীছ ফাউন্ডেশন’-এর গবেষণা সহকারী আহমাদ আব্দুল্লাহ নাজীব, যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীল বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু মুছল্লী যোগদান করেন।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]







আরও
আরও
.