(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাংস্কৃতিক বিভাগের অধীনে পরিচালিত ‘আল-হেরা শিল্পী গোষ্ঠী’র কেন্দ্রীয় সদস্য সচিব ও রাজশাহী যেলার মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের আরবী প্রভাষক ড. মুহাম্মাদ ছাদরুল ইসলাম (৪০) গত ২০শে অক্টোবর সকাল সাতটায় প্রায় ১০ মাস ক্যান্সার ভোগের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ভাই ৪ বোন, পিতা-মাতা ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। ঐ দিন দুপুর ১২-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার পূর্ব পার্শ্বস্থ মাঠে তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। মারকায ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাযায় অংশগ্রহণ করেন। ঐদিন বাদ আছর তার গ্রামের বাড়ী মোহনপুর উপযেলার আতা নারায়ণপুর গ্রামে ২য় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এখানে ইমামতি করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও তার মামা অধ্যাপক আমীনুল ইসলাম। রাজশাহী থেকে ‘আন্দোলন’- এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম প্রমুখ দায়িত্বশীল তার ২য় জানাযা ও দাফন কার্যে শরীক হন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় পরিষদ সদস্য মুহাম্মাদ এনামুল হক (৪৪) গত ২৩শে অক্টোবর বুধবার সকাল ১০-টায় দীর্ঘ রোগভোগের পর রংপুর ডক্টরস ক্লিনিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান। ঐ দিন বাদ আছর কুড়িগ্রাম  আলিয়া মাদ্রাসা ময়দানে তার ১ম জানাযা অনুষ্ঠিত হয়। তার অছিয়ত মোতাবেক কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলার সহ-সভাপতি আলহাজ্জ আব্দুর রহীম জানাযার ছালাতে ইমামতি করেন। অতঃপর বাদ মাগরিব তার নিজ গ্রামে ২য় জানাযায় ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। অতঃপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-দক্ষিণ ও উত্তর এবং লালমণিরহাট যেলার দায়িত্বশীলগণ সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেন্দ্র থেকে মুহতারাম আমীরে জামা‘আত ও ‘যুবসংঘে’র সভাপতি মাইয়েতের উত্তরাধিকারীদেরকে মোবাইলের মাধ্যমে সমবেদনা জানান ও তার রূহের মাগফেরাত কামনা করেন।






আরও
আরও
.