দেশে সম্প্রতি চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে বিভিন্ন যেলা ও উপযেলায় মানববন্ধন, র‌্যালী, পথসভা ও আলোচনা সভাসমূহ অনুষ্ঠিত হয়। এ সম্পর্কিত বিবরণ নিম্নে পেশ করা হ’ল।-

নওদাপাড়া, রাজশাহী ১লা আগস্ট সোমবার : অদ্য বেলা ১২-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মারকায সংলগ্ন রাজশাহী-নওগাঁ সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মারকাযের অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মারকাযের ভাইস প্রিন্সিপ্যাল নূরুল ইসলাম, সহকারী শিক্ষক ড. শিহাবুদ্দীন আহমাদ ও মুহাম্মাদ আব্দুল হালীম প্রমুখ। বক্তাগণ বলেন, ইসলাম শান্তির ধর্ম।। এতে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই। কিন্তু দুঃখজনক যে, শান্তির ধর্ম ইসলামকে আজ জঙ্গী ধর্ম বানানোর জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। তারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। (৩রা আগস্ট স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় প্রকাশিত।)

চারঘাট, রাজশাহী ৩রা আগস্ট বুধবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চারঘাট উপযেলার উদ্যোগে চারঘাট বাজারে চারঘাট-ঈশ্বরদী সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ জালালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা, রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’ -এর সহ-সভাপতি আইয়ূব আলী, সাধারণ সম্পাদক মাস্টার এস.এম. সিরাজুল ইসলাম ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহীম প্রমুখ।

ভবানীগঞ্জ, বাগমারা, রাজশাহী ৪ঠা আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে ভবানীগঞ্জ পৌরসভা সংলগ্ন বাজারে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা, রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আইয়ূব আলী, সাধারণ সম্পাদক মাস্টার এস.এম. সিরাজুল ইসলাম, বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম আযাদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান প্রমুখ। (৫ই আগস্ট, আমাদের রাজশাহী, দৈনিক বার্তা, নতুন প্রভাত পত্রিকায় প্রকাশিত।)

পাবনা ৪ঠা আগস্ট বৃহস্পতিবার : অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার উদ্যোগে পাবনা প্রেস ক্লাবের সম্মুখস্থ সড়কে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আতাইকুলা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী, যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক ইকবাল জিন্নাহ ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মাদ আব্দুল কুদ্দূস প্রমুখ। (৫ই আগস্ট প্রথম আলো পত্রিকায় ছবিসহ প্রকাশিত।)

চট্টগ্রাম ৪ঠা আগস্ট বৃহস্পতিবার : অদ্য বেলা ১২-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম যেলার উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে (জামাল খান সড়কে) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শেখ সাদী, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রফীকুল ইসলাম ও বিশিষ্ট ব্যক্তিত্ব এ্যাডভোকেট ইবরাহীম শাহাদত প্রমুখ। (ঐদিন ‘চ্যানেল ২৪’ টিভিতে বিকাল ৪-টা ও পৌনে ৫-টায় এবং ‘চ্যানেল আই’ টিভিতে রাত ১০-টার সংবাদে প্রচারিত হয়।)

সাতক্ষীরা ৪ঠা আগস্ট বৃহস্পতিবার : অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে সাতক্ষীরা শহরে এক বিশাল র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাহিদুল ইসলাম, উপদেষ্টা অধ্যক্ষ আযীযুর রহমান, অ্যাডভোকেট যিল্লুর রহমান, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, সহ-সভাপতি আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইবাদুল্লাহ ও প্রচার সম্পাদক মুজাহিদুর রহমান প্রমুখ। মানববন্ধনে ‘আন্দোলন’-এর কয়েক হাযার নেতাকর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এর পূর্বে আব্দুর রায্যাক পার্ক থেকে জঙ্গীবাদবিরোধী একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অতঃপর র‌্যালীটি নিউ মার্কেট চত্বরে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। (ঐদিন ‘এনটিভি’ ও ‘যমুনা’ টিভিতে প্রচারিত এবং ৫ই আগস্ট দৈনিক কালের কন্ঠ, ইনকিলাব, প্রথম আলো ও যায়যায়দিন ও স্থানীয় ৭টি দৈনিক পত্রিকায় প্রকাশিত।)

যশোর ৫ই আগস্ট শুক্রবার : অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর যেলার উদ্যোগে ভোলা ট্যাংক রোডে অবস্থিত যশোর টাউন আহলেহাদীছ জামে মাসজিদে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. বযলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক আকবার হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি তরীকুল ইসলাম, কেশবপুর উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ মুত্তালিব, যশোর সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি যিল্লুর রহমান ও যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুরশেদ আলম প্রমুখ। (৬ই আগস্ট স্থানীয় দৈনিক লোকসমাজ, গ্রামের কাগজ, সমাজের কথা, স্পন্দন, কল্যাণ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত।)

বিরামপুর, দিনাজপুর-পূর্ব ৫ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বিরামপুর উপযেলার উদ্যোগে শহরের চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদের পশ্চিম পার্শ্বস্থ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ কিতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ারুল হক, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল ওয়ারেছ, দফতর সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম, নবাবগঞ্জ উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি প্রিন্সিপ্যাল এনামুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রামাযান আলী, সাধারণ সম্পাদক রায়হান কবীর, সমাজকল্যাণ সম্পাদক কাওছার আযম, বিরামপুর ডিগ্রী কলেজের প্রিন্সিপ্যাল ফরহাদ হোসাইন ও চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব রাশেদুল ইসলাম প্রমুখ। (৬ই আগস্ট দৈনিক ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত।)

মেহেরপুর ৬ই আগস্ট শনিবার : অদ্য বিকাল ৩-টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মেহেরপুর যেলার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য পেশ করেন ‘বংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ আহসানুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ তরীকুয্যামান, মেহেরপুর সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আযীমুদ্দীন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, আহলেহাদীছ কোন মতবাদের নাম নয়। এটি একটি পথের নাম। এ পথ কুরআন ও ছহীহ হাদীছের পথ। ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। তারা আরো বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন’ সব সময় জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি জঙ্গীবাদের সাথে আহলেহাদীছকে সম্পৃক্ত করার যে অপচেষ্টা চালানো হচ্ছে বক্তাগণ তার তীব্র প্রতিবাদ জানান। (৭ই আগস্ট দৈনিক কালের কণ্ঠ ও প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।)






আরও
আরও
.