ইসলামী সম্মেলন

মাওয়া, লৌহজং, মুন্সিগঞ্জ ২০শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার লৌহজং থানাধীন মাওয়া চৌরাস্তা মোড়ে অবস্থিত যেলা ‘আন্দোলন’-এর কার্যালয় সংলগ্ন ময়দানে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল মতীনের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মা‘রূফ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।

পশ্চিম ভাটপাড়া, চারঘাট, রাজশাহী ২ ও ৩রা ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার : গত ২ ও ৩রা ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার যেলার চারঘাট উপযেলাধীন পশ্চিম ভাটপাড়াস্থ ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর অধিভুক্ত কোম্পানীগঞ্জ সালাফী মাদ্রাসা ময়দানে দু’দিন ব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিবের সভাপতিত্বেব ১ম দিন বাদ আছর অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন এবং ২য় দিন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর প্রধান পরিদর্শক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলামের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা নয়াবাজারস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব হাফেয শামসুর রহমান আযাদী, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম প্রমুখ। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ ত্বহূরুল ইসলাম।

এলাকা সম্মেলন

নল্লাপাড়া, কলমাকান্দা, নেত্রকোণা ২৮শে জানুয়ারী শনিবার : অদ্য বাদ আছর যেলার কলমাকান্দা উপযেলাধীন নল্লাপাড়া ঈদগাহ ময়দানে এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এলাকা সম্মেলন অনুষ্ঠিত হয়। হাসানোগাঁও আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ময়মনসিংহের পরাণগঞ্জ আহলেহাদীছ জামে মসজিদের খতীব হাফেয আবু নাঈম।

প্রশিক্ষণ

মাহিন্দ গালিমগাযী, কিশোরগঞ্জ ২৯শে জানুয়ারী রবিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন মাহিন্দ গালিমগাযী সালাফিইয়াহ মাদ্রাসায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি প্রফেসর এস. এম নূরুল ইসলামের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

মাসিক ইজতেমা

দৌলতপুর, গাযীপুর ১৮ই জানুয়ারী বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন দৌলতপুর-পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সঊদী আরবের রিয়াদ শাখা ‘আন্দোলন’-এর যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-ফারূক। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইমরান।

মণিপুর, গাযীপুর ২৬শে জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন মণিপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে গাযীপুর-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’ সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক রেযাউল করীম নু‘মান।







আরও
আরও
.