দেশের তরে
- এফ.এম. নাছরুল্লাহ
কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
সাগর জলে সিক্ত নদী
নয়ন জলে বুক,
অগ্নি জ্বলে খাঁটি সোনা
ছড়ায় আপন রূপ।
কারার জেলে হকপন্থীরা
যুগের পরে যুগ,
হক্বের জোরে বেরিয়ে আসে
এটাই তাদের সুখ।
দেশের তরে সংগ্রামে
সদাই মোরা অটুট,
যুগে যুগে কত রাজসিংহাসন
পেয়েছি শত মুকুট।
ধর্মসমাজ রাষ্ট্রনীতি
সবখানে মোদের উদার প্রীতি,
গেয়ে যাই সাম্যের গান,
মাতৃভূমির লাগি আমরাই সর্বত্যাগী
দিয়েছি যুগে যুগে তরুণ প্রাণ।
ধান শালিকের দেশে আমরা বীরের বেশে
এনেছি স্বাধীনতার লাল সূর্য,
সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে
করতে পারি যেন দেশের সেবা হে আল্লাহ!
দাও তুমি মোদের সেই ধৈর্য।
***
অহি-র পথে
-মাক্বছূদ আলী মুহাম্মাদী
ইটাগাছা পশ্চিম, সাতক্ষীরা।
আপোষহীন অহি-র পথে ডাক দিয়েছে আহলেহাদীছ আন্দোলন,
সারা দুনিয়ায় ত্বাগূতেরা তাই করছে এতই আস্ফালন।
দুর্বার এ মহাকাফেলা কুরআন-সুন্নাহ্য় আপোষহীন,
লক্ষ্য শুধু অহি-র বিধান রাখবে কায়েম চিরদিন।
লা-শারীকাল্লাহ মূলমন্ত্র, বিশ্বনবী (ছাঃ) কান্ডারী,
হক্ব ও বাতিল বিশ্বের বুকে একমাত্র প্রভেদকারী।
আয়রে তোরা দলে দলে, এই কাফেলার ছায়াতলে,
লঘু-গুরুর অভিমানে যাসনা চলে রসাতলে।
গাহিছে যারা ভ্রান্তির ছলে যত অপবাদ,
লিপ্ত সদা করতে প্রচার গীবত আর তোহমত,
বলবে হয়তো তারাও একদিন, আহলেহাদীছ আন্দোলন
জিন্দাবাদ- জিন্দাবাদ- জিন্দাবাদ।
***
অপূর্ব সৃষ্টি জগত
-মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহমূদ
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
খোলাহাটী, পার্বতীপুর, দিনাজপুর।
কেন এই পৃথিবীর বুকে হাযার সৃষ্টি কুল,
মানব হ’ল অতি সুন্দর খাঁটি নির্ভুল।
তৈরী করল কোন্ জনা সে সুন্দর সুঠাম দেহ,
এত সুদক্ষ গঠনকারী হ’তে পারে কি সাধারণ কেহ।
বিশাল সেই বটগাছে কে বানালো ছোট্ট ফল,
দুর্বল গাছে তরমুজ দেখি সুন্দর পরিমল।
কোথা হ’তে আসছে পানি কোথায় বা তার বাড়ি,
কে বানালো মানবের মধ্যে অপরূপা সুন্দরী নারী।
কোন্ জনা সে ফুলের গাছে গন্ধে দিল ভরে,
পাখি সব যেন কার গান গায় মিষ্টি মধুর সুরে।
জলের মধ্যে মানুষ বাঁচে না মাছের বসবাস,
বৃক্ষের দোলায় তৈরী হ’ল শুদ্ধ সুবাতাস।
কে বানাল বিনা খুঁটিতে সুন্দর ঐ আসমান
কোন্ জন সে সৃষ্টি করল দেহের মাঝে প্রাণ।
তিনি হ’লেন সৃষ্টিকর্তা আল্লাহ মহান
সৃষ্টি করেছেন ছয় দিনে বিশ্ব জাহান।
***
এসো অহি-র পথে
-মুহাম্মাদ তরীকুল ইসলাম
নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।
ইজমা ক্বিয়াস কিক্বাহ ছেড়ে
ধর হাদীছ ও কুরআন,
খালেছ মনে তওবা কর
হও খাঁটি মুসলমান।
যদি হ’তে চাও জান্নাতি মেহমান
সঠিকভাবে পালন কর আল্লাহর বিধান।
অহি-র বিধান মেনে যদি চল ইহকালে
মুক্তি পাবে আগুন থেকে তবে পরকালে।
ফির্কাবন্দী দলাদলী ছেড়ে দিয়ে ভাই
কুরআন হাদীছ মেনে চল নইলে নাজাত নাই।
ভ্রান্ত পথ ছেড়ে দিয়ে আস অহি-র পথে
যে পথ তোমায় তরিয়ে নিবে কঠিন ক্বিয়ামতে।
এসো সবাই অহি মানি পাইতে নাজাত
হিসাব তবে সহজ হবে মিলবে জান্নাত।
***