-মুহাম্মাদ মুবাশ্শিরুল ইসলাম
নওদাপাড়া মাদ্রাসা, রাজশাহী।
আল্লাহর তো আকার আছে নিরাকার তিনি নন
এই জগতের প্রতিপালক হয়ে কেমনে নিরাকার হন?
মাটির তৈরী মানুষ ছিলেন রাসূলে পাক (ছাঃ)
নূরের তৈরীর ভুল ধারণা সকলের ঘুঁচে যাক।
আল্লাহ ও মুহাম্মাদ (ছাঃ) কখনই এক নন
তথাপি কেন এক কাতারে লেখা হয় তাঁদের নাম?
ছালাত শেষে সম্মিলিত মুনাজাতের হাদীছটা কোথায়
তবু কেন ছালাত শেষে দলবদ্ধ মুনাজাত করা হয়?
শবেবরাতের ফযীলত কোথায় পেলাম ভাই?
ঈদে মিলাদুন্নবীরও কোনই ছহীহ ভিত্তি নাই।
জুম‘আর দিনের আরবী খুৎবা কেন চলে আজ
লালবাতি জ্বালিয়ে সুন্নাতে বারণ এ কেমন কাজ?
শেখ সাদীর কবিতা কেন দরূদ হয়ে যায়
রাসূল (ছাঃ)-এর দরূদ ছাড়া কেন এটা পড়া হয়?
সমাজে আছে আরও অনেক ভ্রান্ত মতবাদ
এসব ছেড়ে ধরো সবে ছহীহ সুন্নাহর পথ।