এ.এম.এইচ যাকারিয়া

কুমিল্লা।

মসজিদের সুপথ ধরে

ফিরে আসি তোমার দ্বারে করতে মাথা নত,

সে পথে আজ জমেছে আগাছা

মুমিনের অন্তর হয়েছে ক্ষত-বিক্ষত।

মুমিন কি কভু ভয়ে টলে?

আগাছারা থাকে চিরকাল মুমিনের পদতলে।

দেখ চেয়ে দেখ উঁচু কবরের হে প্রহরী!

তোমার হাতেই শোভা পেয়েছে কাফেরের তরবারি।

যে হাতে ভেঙ্গেছ মসজিদ, ভেঙ্গেছ আল্লাহর ঘর

ভেঙ্গেছ মুমিনের অন্তর,

যে হৃদয়ে থাকে না আল্লাহর ভয়

সে হাতে কভু যায় না ভাঙ্গা মূর্তি আর কবর।

হে ভন্ড মুজাহিদ! তোমারই কারণে

রুদ্ধ হয়েছে আজ মসজিদের পথ

ভেঙ্গে গেছে বাবরী বাতিলের আঘাতে

মুমিনের অন্তর হয়েছে ক্ষত।

কাফের-মুশরিক এক সাথে চালায় আগ্রাসন

মুসলিম নিধনে জ্বালায় তারা নিরন্তর হুতাশন।

তুমি কি আজ তাদেরই দলে, হে মাযহাবী?

মসজিদ ভেঙ্গে পূরণ কর তুমি কাফের-মুশরিকের দাবী?

তার চেয়ে ক্ষতিগ্রস্ত কে হ’তে পারে মানবকূলে!

ভিড়ে যাও যদি তুমি তাদের দলে।

হয় যদি তোমার হাত তাদেরই হাত

তোমার পা তাদেরই পা

তোমার মন তাদেরই মন

জেনে রাখো, তুমি তাদেরই একজন।






আরও
আরও
.