হে প্রভু! মানুষ আমি, ভুল করি বারবার

দাও তাওফীক, করি যেন তওবা-ইস্তিগফার।

হেদায়াতের পথে মোরে কর সদা ধাবমান,

পরহিতে থাকি যেন করি সবার কল্যাণ।

ঈমানের অলঙ্কারে মোরে কর বিভূষিত,

সরল-সত্য পথে আমারে কর আলোকিত।

প্রভু হে! তোমার হাতে আমার জীবন ও মরণ,

সকল কর্ম তাইতো তোমায় করি সমর্পণ।

হে প্রভু! তুমি পরাক্রমশালী, তুমি ক্ষমতাবান,

তুমি ব্যতীত নাই ইলাহ, তুমিই শক্তিমান।

তুমি করেছ সৃষ্টি সকল জিন ও ইনসান,

করে তারা জীবনভর তোমার গুণগান।

মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইব্রাহীমপুর, ঢাকা।






আরও
আরও
.