গরীরের হক মেরে,

ধনীরা পেট ভরে।

শাস্তিতে ফ্যাট বাড়ে,

বয়ে নিতে হয় তারে।

যেতে হবে পরপারে,

ভাবনা-চিন্তা নাহি করে।

কড়ায়-গন্ডায় হিসাব হবে,

খেয়েছে যা লুটেপুটে।

ধনীদের অর্জিত সম্পদে

সুবিধা বঞ্চিতদের হক আছে।

কর না গৌরব দিয়ে যাকাত,

গরীবের হক দিলেই

হালাল হবে সম্পদ।

***






আরও
আরও
.