যুবক তুমি ছুটছো কোথা কোন সে পথের পানে?

সময় থাকতে নাওরে এবার সরল পথটি চিনে।

বিবেক থাকতে হচ্ছ কেন অন্ধ অনুসারী?

হক্ব ছেড়ে আজ বাতিল পথে দিচ্ছ কেন পাড়ি?

ভেবে দেখো নিবিড়ভাবে ফায়েদা লুটার আশায়

প্রয়োগ করছে বাতিলপন্থী অস্ত্র স্বরূপ তোমায়।

শৌর্য-বীর্য আছে তোমার আছে দেহে বল

লক্ষ্য তাই তোমার উপর করতে আপন দল।

জান্নাতেরই লোভ দেখিয়ে জাহান্নামের পথে

ডাকছে তোমায় ভুল বুঝিয়ে নানান অজুহাতে।

ভাবনা কিসে দিন এসেছে হাতের মুঠোয় সব

অন্ধ বেশে থেকো না বসে করো না অনুতাপ।

হৃদয় খোল অাঁখি মেলো পড় হাদীছ-কুরআন

হক্ব-বাতিলের ফারাক বুঝে হও আগুয়ান।

তিহাত্তরের বাহাত্তর দল যাবে জাহান্নামে

একটি দল জান্নাতী কোন সে কারণে?

ওহে যুবক! ফিরে এসো ধর সরল পথ

যে পথেরই পথিক ছিলেন নবী মুহাম্মাদ (ছাঃ)।







আরও
আরও
.