মুমিন বলি তাকে

-মুহাম্মাদ আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

শীতের কাঁথা উল্টে ফেলে

মুওয়ায্যিনের ডাকে

ভোর বিহানে মসজিদে যায়

মুমিন বলি তাকে।

ললাট যাহার সিজদা রত

ধরার ধূলার পরে,

সেই তো সঠিক বান্দা আল্লাহর

মুমিন বলি তারে।

সরল জীবন সত্য পথে

যে জন চলে সদা,

সেই তো মুমিন তাকেই ভাল

বাসতে পারেন আল্লাহ।

আল্লাহর ডাকে তৈয়ার থাকে

যে জন সর্বদায়

নিজের জীবন বিলিয়ে দিতে

মুমিন বলি তায়।

মুমিন তো সেই বান্দা আল্লাহর

জীবন মরণ যিনি,

আল্লাহ্কে সে ভালবেসে

সব কিছু দেয় দানি\

***

অহি-র দাওয়াত

-মুহাম্মাদ আবু সাঈদ

মধ্য নওদাপাড়া, রাজশাহী।

ওগো, তোরা দেখবি যদি আয়

হেরার জ্যোতির আলোর রেখা

এই নওদাপাড়ায়\

হেথা কুরআন-হাদীছ পুঁজি করে

দ্বীনের পথে যাচ্ছে লড়ে

শিরক-বিদ‘আতের মূলোৎপাটনে

চেষ্টা সর্বদায়\

ওগো, ইসলামী সমাজ স্বপ্ন যাদের

দাওয়াত এরা দিচ্ছে তাদের

তাক্বলীদের পথ ছেড়ে দিয়ে

এসো এ আঙ্গিনায়\

তুমি কুরআন-হাদীছ মন্থন করে

দ্বীনের দামান ধর অাঁকড়ে

শিরক-বিদ‘আতী হ’লে রে ভাই

জাহান্নামে হবে ঠাঁই\

আজ অহি-র দাওয়াত করলে কবুল

জীবন তোমার হবে মকবুল

তুমি শিরক-বিদ‘আত রাখলে দূরে

আখের হবে রোশনাই\

আজ শত ফিরক্বা হায় ইসলামে

তুমি খুঁজছ আসল কোন্ মোকামে?

মিষ্টি কথার সস্তা ছওয়াব

ছেড়ে আয় রে অহি-র ছায়ায়\

***

ধরতেই হবে সিঁদেল চোর

-আতাউর রহমান মন্ডল

মুংলী, চারঘাট, রাজশাহী।

আর দেরী নয় এখনই সময়

জাগ, জেগে থাক রাত্রি দিন।

খামার তোমার হামলা ও কার

তোমার খামারে বিরতিহীন?

পূর্বপুরুষ পিতা-পিতামহ

সবার প্রিয় এদেশ আবাস

এখানে সকলে বাস করে গেছে

তোমরাও এখানে করছ বাস।

দেশের উপরে শ্যেন-শকুনেরা

করছে সদাই নযরদারী

দেশের সকল ভাল-মন্দের

কে দিল ওদের যিম্মাদারী?

এদেশ লড়েছে মেরেছে মরেছে

শহীদ অথবা হয়েছে গাযী

এখনো এদেশ লড়বে লড়বে

মারতে-মরতে এখনো রাজী।

বাঁচাতেই হবে বখতিয়ারের

তিতু-সিরাজের শূন্য ধাম

বুকের তপ্ত লাল লহু যারা

দেশকে বাঁচাতে দিয়েছে দাম।

ভেদাভেদ ঠেলে দলাদলী ফেলে

বাঁচাতেই হবে দেশটাকে

বর্গী ঠেঙাড়ে হার্মাদ ঠগী

ঠেকাতেই হবে একডাকে।

আজ জনতার ফুসে উঠবার

রুখে দাঁড়াবার ক্রান্তিকাল

ঐক্য গড় জাতীয় ঐক্য

ফেলো ছিঁড়ে ফেলো ভ্রান্তি জাল।

গণতন্ত্রের শান্ত্রিরা সব

জাগ জেগে থাক রাত্রি ভোর।

সুবহে কাযেবে সুবহে ছাদেকে

ধরতে হবে সিঁদেল চোর।

***






আরও
আরও
.