হে মুসলিম! ওঠ জেগে সময় নেই ঘুমাবার
তোমাদের গর্ব করতে খর্ব অন্যরা সোচ্চার।
ঠান্ডা মাথায় করছে আঘাত হাতিয়ার জাতি ভাই
বহুদূর বসে কাটিতেছে রশি বুঝিবার উপায় নাই।
ভাইয়ে ভাইয়ে লাগিয়ে লড়াই নাম দিয়েছে ভিন্ন
দেখিয়ে লোভ সারিতেছে ক্ষোভ মেধা করেছে শূন্য।
তোমরাই ছিলে প্রভুর জাতি তারাতো ছিল দাস
নিজেকে বিলিয়ে যেও না ভুলে তোমাদের ইতিহাস।
সবকিছু বুঝে থাকিও না বসে আপন আপন ঘরে
তোমাদেরই সুবাসি ভুলিতেছে হাসি রুদ্ধ কারাগারে।
মান যদি হায়, না থাকে ধরায় মোদের কি দরকার বল,
হে মুসলিম! থেকো না ঘুমিয়ে একবার নয়ন খোল।