আযীযুল হক সরকার

বিশুবাড়ী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

সকাল বেলা হঠাৎ করে হাঁচি দিলাম যখন,

পাশে থেকে বউটা ভয়ে লাফিয়ে উঠলো তখন।

দুপুর বেলা হঠাৎ করে গায়ে এলো জ্বর,

বন্ধুরা সব চিৎকার করে বলল এখন সর।

মাথা ব্যথা নিয়ে যখন চলে আসলাম বাড়ি,

বউটা দেখি ব্যাগ নিয়ে চলছে বাপের বাড়ি।

বললাম তারে কোথায় গো যাও কথা বল না,

করোনাতে ধরেছে তোমায় তাও কি বোঝ না!

সন্ধ্যা বেলায় গলা ব্যথায় ভয় পেয়ে যাই আমি,

মনে হ’ল সত্যিই আমি করোনার আসামি।

ডাক্তার যখন রক্ত নিল পুলিশ আসল তখন,

লাল ফিতা সব বেঁধে দিল বাড়ি লকডাউন।

দূরে গেলে আশে পাশে আপন যারা ছিল,

করোনা ভাইরাস এখন আমায় স্বজন চেনাল।

বাড়িতে শুধু মা রয়েছে সবাই গেল চলে,

মাঝে মাঝে কিছু মানুষ মোবাইলে কথা বলে।

মহা বিপদে পাশে শুধু পড়ে রইল মা,

তাইতো বলি মাগো তোমার নেইকো তুলনা।

করোনা তুমি শিখিয়ে দিলে কে আপন কে পর?

মায়ের চাইতে নেইতো আপন বাকী সবাই পর।






আরও
আরও
.