মুহাম্মাদ রফীকুল ইসলাম

গোপালপুর, রাণীনগর, নওগাঁ।

ধর্মের নামে সৃষ্ট প্রত্যেক নতুন কাজ

সর্বনিকৃষ্ট, সেটাই বিদ‘আত।

কবুল হবে না নফল ফরয কোন ইবাদত

যে ব্যক্তি করবে বিদ‘আত।

বিদ‘আত করলে মানুষ হবে পথভ্রষ্ট

বিদ‘আতীর আমল হয়ে যাবে নষ্ট।

হাউযে কাউছারের পানি পাবে না করলে বিদ‘আত

বিদ‘আতীর জন্য নেই রাসূলের শাফা‘আত।

যদি বিদ‘আত করে কোন সম্প্রদায়

সমপরিমাণ সুন্নাত সেখান থেকে উঠে যায়।

বিদ‘আতীরা সারা জীবন করে যায় ভুল

বিদ‘আতীর তওবা হয় না কবুল।

বিদ‘আতীর জন্য রয়েছে আল্লাহ ও রাসূলের অভিশাপ

ভেবে দেখো বিদ‘আত কত বড় পাপ?

বিদ‘আত করলে মানুষ হয়ে যায় গোমরাহ

গোমরাহীর পরিণাম হ’ল জাহান্নাম।

ছালাতের পর হাত তুলে সম্মিলিত মুনাজাত, মীলাদ, শবেবরাত

শরী‘আতে সবগুলিই নিঃসন্দেহে বিদ‘আত।

হে বিদ‘আতীরা! হও হুঁশিয়ার-সাবধান

শরী‘আতে নতুন আমল হবে প্রত্যাখ্যান।

আসুন সবাই বিদ‘আতমুক্ত জীবন যাপন করি

সুন্নাতী আমল করে জান্নাতী জীবন গড়ি।






আরও
আরও
.