যুবসংঘ তুমি পারবে
এদেশে অহীর রাজ কায়েম করতে।
তুমিতো আছ মানহাজুন নবুআর পথে,
বাকীরা গেছে লিংকন-বিজাতীয়দের সাথে,
আপোষ করনি কভু বাতিলের সাথে,
এভাবে আদর্শের উপর দৃঢ় থাকলে
যুবসংঘ! আল্লাহ্র ইচ্ছায় তুমিই পারবে।
যুবসংঘ! তুমি কি পাচ্ছ ভয়?
ভয় না পেয়ে অতীতের দিকে চেয়ে দেখ একবার,
মীলাদ-ক্বিয়াম, শবেবরাত আর দলবদ্ধ মুনাজাত,
শিরক-বিদ‘আত ছওয়াব ভাবত কত-শত জনপদ,
সেখান থেকে ফিরিয়েছ তাদের, দেখিয়েছ সঠিক পথ
দলীল খুঁজে আমল করতে তুমিই তো শিখালে!
যুবসংঘ! আল্লাহ্র ইচ্ছায় এবারও তুমি পারবে।
কোটি মানুষের হৃদয়ের কথা বলি শোন!
তারা ভোট চায় না, শুধু চায় নিরাপত্তা ও শান্তি।
তুমি তাদের দেখিয়েছ খেলাফতের পথ,
এই পথেই তারা পাবে একদিন সুখের দেখা।
যুবসংঘ! তুমি হার মেন না! পথ হারিও না!
যুবসংঘ তুমিই পারবে
এদেশে অহির রাজ কায়েম করতে।
-মুহাম্মাদ মীযানুর রহমান, দিনাজপুর।