মুহাম্মাদ গিয়াছুদ্দীন
দারিদ্রের চেয়ে প্রাচুর্য অনেক ভয়ংকর
প্রাচুর্য নষ্ট করে বহু মানুষের অন্তর।
প্রাচুর্যের আড়ালে লুকিয়ে থাকে শয়তান
কুক্ষিগত করে সম্পদ নষ্ট করে ঈমান।
প্রাচুর্য থেকে লোভের জন্ম মানুষের মনে
অপচয়-অপব্যয় করে তারা প্রতিক্ষণে।
আকাশচুম্বি দালানকোঠা ফেলে দীর্ঘশ্বাস
গরীব মানুষ সেখানে করে না বসবাস।
ধনীদের এঁটো খাবারে পরিপূর্ণ ভাগাড়
সেখানে ঝগড়া করে মানুষ হাড্ডিসার।
প্রাচুর্যের সাগরে অনেকে হাবুডুবু খায়
দান-ছাদাক্বা করে বলে আমাদের জানা নাই।
দীন-দরিদ্র ক্ষুধার্ত মানুষেরা ঘরে ঘরে
নিঃশব্দে নিভৃতে প্রতিদিন অনাহারে মরে।
সম্পদের অসম বণ্টনে হয় বড় পাপ
হে আল্লাহ! এ পাপ মোদের তুমি কর মাফ\