হে আল্লাহ! তাওফীক দাও করি ধৈর্যধারণ,

অনুগত হই তব, দাও মোরে সুখের মরণ।

ফিরিয়ে নিওনা আমা থেকে কভু তব মুখ,

ক্ষমা কর দয়া কর দূর কর সব দুখ।

হে প্রভু! তব সিজদায় হই অবনত,

হস্ত-পদ ও ললাটদেশ করি তব পদানত।

যতদিন বাঁচিয়ে রাখ ঠিক রাখ ঈমান,

ঈমানের সাথে মৃত্যু দিয়ে কর ভাগ্যবান।

সঠিক পথ বলে দাও যেন করি অনুসরণ,

তোমার অনুগ্রহে করি যেন সৌভাগ্য অর্জন।

ইখলাছের উপর যেন করি জীবন-যাপন

নেক আমলের সাথে যেন থাকি সারাক্ষণ।

 তোমার দিশায় যেন কাটে জীবনের ঘোর

কামনা এটাই প্রভু এই দো‘আ মোর।

-মুহাম্মাদ গিয়াছ, ইব্রাহীমপুর, ঢাকা।







দেখবে না কেউ - এফ.এম. নাছরুল্লাহ হায়দার কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
পৃথিবী - কাযী মুহাম্মাদ আব্দুর রহীমজামালগঞ্জ, জয়পুরহাট।
অহি-র আলোয় জীবন গড় - সরদার আশরাফ হোসাইনপালপাড়া, বাসাবাটি, বাগেরহাট।
মেরামত করা অন্তর
সংস্কারক হ’তে হবে
আত-তাহরীক তুমি - মুহাম্মাদ আরাফাত ইসলামদিনাজপুর।
শাসন নামে শোষণ - আবুল কাসেমগোভীপুর, মেহেরপুর।
দৃঢ় প্রত্যয়ী সোনামণিরা - মুহাম্মাদ নুরুল ইসলাম প্রধান।
তোমার দয়ায়
ছিয়ামের দাওয়াত
সন্ত্রাস - মুহাম্মাদ শহীদুল্লাহনলত্রী, পানিহার, গোদাগাড়ী, রাজশাহী।
বলতো দেখি - মুহাম্মাদ ইয়াহিয়া হোসাইনদারুল কুরআন ছিদ্দীকিয়া কামিল মাদ্রাসাসোনাডাংগা, খুলনা।
আরও
আরও
.