৬ই ডিসেম্বর শনিবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’- এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এক দাওয়াতী সফরে দেশের অন্যতম পার্বত্য যেলা রাঙামাটি গমন করেন। এসময় তাদের সফরসঙ্গী হন ঢাকা থেকে ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় উপদেষ্টা মশিউর রহমান, ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক তাসলীম সরকার, বর্তমান কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অলী হাসান ও চট্টগ্রাম থেকে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয শেখ সা‘দী। রাঙামাটি পৌঁছে তারা বেলা ১১-টায় স্পীডবোট যোগে দুর্গম এলাকা লংগদু উপযেলার উদ্দেশ্যে রওয়ানা হন। দেড় ঘন্টা অবিরাম বোট চলার পর লংগদু থানার গুলশাখালী ইউনিয়নে পৌঁছেন। সেখানে নব প্রতিষ্ঠিত জামি‘আ আস-সালাফিইয়াহ কমপ্লেক্স পরিদর্শন শেষে তারা নির্মাণাধীন কমপ্লেক্স মসজিদে যোহর ও আছর ছালাত জমা ও ক্বছর আদায় করেন। ছালাত শেষে অপেক্ষমান স্থানীয় মুছল্লীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, তাসলীম সরকার ও হাফেয শেখ সাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ও স্থানীয় একটি প্রতিষ্ঠানের শিক্ষক জনাব মুহাম্মাদ শাহজাহান। অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ী জনাব মুহাম্মাদ হানীফের বাসায় আতিথেয়তা গ্রহণ শেষে পুনরায় স্পীড বোট যোগে তারা রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা হন। ফেরার পথে তারা পার্শ্ববতী বগাচড় ইউনিয়নে প্রতিষ্ঠিত বগাচড় জামে‘আ আস-সালাফিইয়াহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোশাররফ হোসাইনের আমন্ত্রণে উক্ত মাদ্রাসা পরিদর্শনের জন্য কিছু সময়ের যাত্রা বিরতি করেন। বোট থেকে নেমে কিছুপথ পায়ে হেঁটে তারা মাদ্রাসায় পৌঁছেন। মাদ্রাসা পরিদর্শন শেষে তারা পুনরায় রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা হয়ে মাগরিবের ছালাতের সময়ে রাঙামাটি পৌঁছেন। অতঃপর রাতেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। নেতৃবৃন্দ পাহাড়ী জনপদে সালাফী দাওয়াত ও প্রতিষ্ঠান দেখে অভিভূত হন। মহান আল্লাহর নিকটে এই দাওয়াত জনপদের সর্বত্র পৌঁছে দেওয়ার এবং সাধারণ মানুষের হেদায়াতের দো‘আ করেন।







আরও
আরও
.