২রা নভেম্বর শনিবার কালেক্টরেট ময়দান, লালমণিরহাট : অদ্য বেলা ১১-টায় যেলা শহরের কালেক্টরেট ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ লালমণিরহাট যেলার উদ্যোগে অনুষ্ঠিত হাযার হাযার জনতার উপচেপড়া যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি সূরা আহযাবের ৩৬ আয়াত তেলাওয়াত করে বলেন, সার্বিক জীবনে যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিধানের অনুসরণ করে তারাই মুমিন। কুরআনের বিধান আগে, তারপর মানুষের বক্তব্য। সার্বিক জীবন তাওহীদ ও সুন্নাতের পথে চললেই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্ল­­াহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নীলফামারী-পশ্চিমের সভাপতি ডা. মুস্তাফীযুর রহমান।

মুহতারাম আমীরে জামা‘আতের বক্তব্য শেষে হিন্দু যুবক উৎপল কুমার (২৫), গ্রাম ও পোঃ কাকিনা, উপযেলা : কালীগঞ্জ, যেলা : লালমণিরহাট তাঁর হাতে ইসলাম গ্রহণ করেন। আমীরে জামা‘আত তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুল্লাহ।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ভাষণ দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বর্তমান ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অফিস সহকারী মুহাম্মাদ আনোয়ারুল হক, আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আশরাফুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শিহাবুদ্দীন, যুববিষয়ক সম্পাদক মাওলানা আযীযুল ইসলাম, রংপুর-পশ্চিম যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুতীউর রহমান, যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি আব্দুল লতীফ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, ‘সোনামণি’র পরিচালক মুস্তাফীযুর রহমান প্রমুখ।

সম্মেলনে লালমণিরহাট ছাড়াও রংপুর পূর্ব-পশ্চিম, কুড়িগ্রাম উত্তর-দক্ষিণ, নীলফামারী পূর্ব-পশ্চিম প্রভৃতি যেলা সমূহ থেকে বিপুল সংখ্যক কর্মী ও শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সম্মেলনে মুছল্লীদের তৃষ্ণা দূর করার জন্য যেলার সদর থানাধীন গোশালা বাজারের মুহাম্মাদ আব্দুল মতীন (৩৫) স্বেচ্ছায় পানি পান করানোর ব্যবস্থা করেন। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন-আমীন!

উল্লেখ্য যে, এ দিন লালমণিরহাট শহরের অধিকাংশ দোকান এবং মহিষখোচা বাজারের সকল দোকান-পাট বন্ধ ছিল।

সম্মেলন শেষে মুহতারাম আমীরে জামা‘আত কনিষ্ঠ পুত্রকে নিয়ে আদিতমারী উপযেলাধীন মহিষখোচায় গমন করেন। সেখানে তিনি যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মৃত মুহাম্মাদ আব্দুছ ছামাদ মাস্টারের কবর যিয়ারত করেন এবং তাঁর পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন ও তাদের প্রতি সংক্ষিপ্ত নছীহত করেন। অতঃপর তিনি সেখান থেকে ‘আন্দোলন’-এর উপদেষ্টা মুহাম্মাদ হোসাইন চেয়ারম্যান ও তার ভাই মাওলানা জাহিদ হোসাইনের কবর যিয়ারত করেন। সেখান থেকে তিনি যেলার ঐতিহ্যবাহী চৌরাহা ইসলামিয়া মাদ্রাসায় গমন করেন এবং ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। অতঃপর তিনি মাদ্রাসার রাস্তা সংলগ্ন মসজিদের ভিত্তি স্থাপন করেন।







আরও
আরও
.