বংশাল, ঢাকা-দক্ষিণ ১৬ই ডিসেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টা থেকে সন্ধ্যা সাড়ে ৬-টা পর্যন্ত ঢাকা যেলার বংশালস্থ যেলা ‘আন্দোলন’-এর কার্যালয়ে ‘আল-‘আওন’ ঢাকা বিভাগের বিভাগীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ আহসান। প্রশিক্ষণে উদ্বোধনী ভাষণ প্রদান করেন ঢাকা যেলা আল-‘আওনে’র সাধারণ সম্পাদক মুকাররম হোসাইন। প্রশিক্ষণ প্রদান করেন আল-‘আওনে’র কেনদ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন, সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, দফতর সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম ও ঢাকা যেলা আল-‘আওনে’র সভাপতি মুহাম্মাদ মাহমূদুল ইসলাম। প্রশিক্ষণে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফরিদপুর ও পটুয়াখালী যেলার মোট ১২ জন দায়িত্বশীল অংশগ্রহণ করেন।

ছোট কামারকুন্ড, ঝিনাইদহ ২৩শে ডিসেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত ঝিনাইদহ সদর উপযেলার বাইপাস মোড়ে আল-‘আওন’ খুলনা বিভাগের বিভাগীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মকবূল হোসাইন। প্রশিক্ষণে উদ্বোধণী ভাষণ পেশ করেন আল-‘আওন ঝিনাইদহ যেলার সভাপতি মুহাম্মাদ বেলাল হোসাইন। প্রশিক্ষণ প্রদান করেন আল-‘আওন-এর কেনদ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, অর্থ সম্পাদক আব্দুল্লাহ নাবীল, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। উক্ত প্রশিক্ষণে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও যশোর যেলার মোট ২১ জন দায়িত্বশীল অংশগ্রহণ করেন।

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, লালবাগ, দিনাজপুর ২৪শে ডিসেম্বর শনিবার: অদ্য সকাল ১১-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত দিনাজপুর শহরের লালবাগে অবস্থিত আল-মারকাযুল ইসলামী আস-সালাফীতে আল-‘আওন’ রংপুর বিভাগের বিভাগীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুব-বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য তরীকুয্যামান ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন আল-‘আওন’-এর কেনদ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, প্রচার সম্পাদক মুহাম্মাদ দেলাওয়ার হোসাইন ও দফতর সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম। প্রশিক্ষণে দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, নীলফামারী ও রংপুর যেলার ১৫ জন দায়িত্বশীল অংশগ্রহণ করেন।






সংগঠন সংবাদ
দেশব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ ২০১৭
সংগঠন সংবাদ
প্রবাসী সংবাদ
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান (আমীরে জামা‘আতের স্মৃতিচারণ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
প্রশিক্ষণ
মৃত্যু সংবাদ
সুধী সমাবেশ
অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন, সাতক্ষীরা (আসুন! আল্লাহর আনুগত্যের ভিত্তিতে শান্তিময় সমাজ গড়ে তুলি!) - -আমীরে জামা‘আত
আরও
আরও
.