(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পঞ্চগড় যেলা সভাপতি জনাব আব্দুন নূর (৮৫) গত ১৭ই জুলাই সোমবার বিকাল ৫-টা ২০মিনিটে পঞ্চগড় সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন ১৮ই জুলাই মঙ্গলবার সকাল ১০-টায় যেলার বোদা থানাধীন খানপাড়া গ্রামে তার জানাযা ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন তার বড় ভাই মৌলভী ইসহাক আলী। অতঃপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার সাবেক উপদেষ্টা ও মাসিক আত-তাহরীক-এর এজেন্ট আলহাজ্জ ইমদাদুল হক সরদার (৯২) গত ৭ই আগস্ট রবিবার বিকাল ৩-টায় বোনারপাড়া থানাধীন ধনারুহা গ্রামের নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন ৮ই আগস্ট সোমবার সকাল ১০-টায় ধনারুহা হাফেযিয়া মাদরাসা ময়দানে তার জানাযা ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন গাইবান্ধা-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফযলুর রহমান। অতঃপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ফোনে মৃতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।






প্রবাসী সংবাদ (আত-তাহরীক পাঠক ফোরামের উদ্যোগে পারিবারিক সমাবেশ)
আন্দোলন (যেলা সম্মেলন \ মেহেরপুর) (তাওহীদকে মযবুত রাখুন) - -আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : পিরোজপুর ২০২৪
সংগঠন সংবাদ
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
আল্লাহভীরুতার সাথে ঐক্যবদ্ধ হৌন! - -আমীরে জামা‘আত
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
২৯তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন (রাজশাহী ২৮শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ বৃহস্পতি ও শুক্রবার :)
ইসলামী সম্মেলন (জঙ্গীবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হৌন)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর যেলা সমূহ পুনর্গঠন (২০২৩-২০২৫ সেশন)
মৃত্যু সংবাদ
আরও
আরও
.