বিরল, দিনাজপুর ১৪ই এপ্রিল শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার বিরল থানা সদরের বায়তুন নূর জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বিরল উপযেলার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ওছমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য খালিদ মাহমূদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিরল উপযেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর, অত্র মসজিদের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম, আব্দুল লতীফ,  বিরল থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল মজীদ ও ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ সবুজার ছিদ্দীক। উক্ত সমাবেশে কেন্দ্রীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক রাশেদুল আলম, জয়পুরহাট যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহফূযুর রহমান, রংপুর যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ। সমাবেশে ইসলামী জাগরণী পরিবেশন করেন যেলা ‘যুবসংঘে’র প্রচার সম্পাদক আলমগীর হোসাইন। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তোফায্যল হোসাইন মাষ্টার ও যেলা ‘যুবসংঘে’র সভাপতি সাজ্জাদ হোসাইন সহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীল এবং দিনাজপুর সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বোচাগঞ্জ প্রভৃতি উপযেলা থেকে কর্মী ও দায়িত্বশীলগণ সমাবেশে যোগদান করেন। সমাবেশে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর প্রচার বিভাগ কর্তৃক সদ্য প্রকাশিত ‘চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব’ শীর্ষক বইটি শ্রোতাদের মধ্যে এক হাযার কপি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব রচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বই মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে উপহার হিসাবে তুলে দেন কেন্দ্রীয় মেহমানগণ।   







আরও
আরও
.