সাজ সাজ রব সবদিকে আজ ঈদের খুশী বলে,

রামাযানের ঐ কষ্ট কঠিন দিন যে গেছে চলে।

জাগলো সাড়া ভাঙ্গল আঁধার পাপ-পাতকী সবি,

নাইকো মোটে দুঃখ-ব্যথা পুরলো মনের দাবী।

কোন পাতকী সুপ্ত নীদে ভাংলো না কার ঘুম?

কে পাবে না আজকে ঈদে বিদায়ী ছাওমে চুম?

জোয়ান, যুবক, বাচ্চা, বুড়ো সবাই ঈদের মাঠে,

খোশ গোলাপী আতর মেখে শির মাটিতে লোটে।

লক্ষ পাপের সাক্ষ্য যেজন সেওতো দু’কর তোলে,

সব কালিমা সাপ করিতে আল্লাহকে সে বলে।

দশ তলা আর গাছ তলাতে নাইকো আজি ভেদ,

ধনী-গরীব এক কাতারে ভাঙ্গলো মনের খেদ।

দল বেঁধে সব এক সারিতে আল্লাহকে আজ ডাকে,

কবর, হাশর, মীযান সবি বক্ষ মাঝে অাঁকে।

বুকের জমা পাওনা দাবী দাওগো পুরা করি,

তাই ঝরিছে খুশীর দিনেও দু’নয়নের বারি।

আজকে খুশীর ধুম পড়ে যায় ঈদের জামা‘আত জুড়ি,

খোশ দীলেতে সবাই আজি নাইকো মনের অাঁড়ি।







আরও
আরও
.