শাফা‘আত

শিহাবুদ্দীন আহমাদ

সহকারী শিক্ষক, নওদাপাড়া মাদরাসা।

শাফা‘আত হ’ল Recommendation

কারো পক্ষে সমর্থন,

প্রভু হ’তে পাইতে কিছু

নিজকে সমর্পণ।

শাফা‘আত হ’ল ব্যাপক বিষয়

গুরুত্ব যার খুবই,

বিস্তৃতি পরকাল নাগাদ

চাইতে যত সবই।

বৈষয়িক জীবনে সুফারিশের

খুবই প্রয়োজন হয়,

বিচার কাজের সমাধানেও

তারই ভূমিকা রয়।

রোজ হাশরে শাফা‘আতের পরে

প্রভু বিচার করবেন শুরু,

হাশর ময়দান যেই সময়ে

ভীত-সন্ত্রস্ত কাঁপবে দুরু দুরু।

শাফা‘আতের কান্ডারী হবেন

শেষ নবীজী ভাই,

তাঁর শাফা‘আতে প্রভুর রোষ

হবে প্রশমিত তাই।

তাঁর শাফা‘আত বিনে কভু

বিচার শুরু হবে না,

তাঁর শাফা‘আত বিনে কেউ

সেদিন মুক্তি পাবে না।

তাঁর সুফারিশ পাওয়ার লাগি

ছহীহ সুন্নাহ ধরো,

শিরক-বিদ‘আত ত্যাগ করে

তাঁর আদর্শে জীবন গড়ো।

অহি-র আলোকে তোমার

সার্বিক জীবন গড়া চাই

পরকালে নাজাতের জন্য

অন্য কোন গতি নাই।

***

কাটল অাঁধার

এফ.এম. নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

পূর্ব আকাশে উঠল সুরুজ

কাটল অাঁধার ঘোর,

আলোকিত বিশ্বজগৎ

খুলল আলোর দোর।

পলাশ বেলীর ফুটল কলি

ছুটল অলির ঝাঁক,

এই পৃথিবী বড়ই সুন্দর

গড়িলেন আল্লাহ পাক!

সবুজ-শ্যামল বন বনানী

পাখির মিষ্টি সুর,

নানা ফুলে গন্ধ ছড়ায়

যায় তা অচিন পুর।

সাঁঝে জ্বলে সন্ধ্যা বাতি

জোনাক পোকার দল,

রাতকে সাজায় চন্দ্রাবতী

হাজারো তারার ঢল।

গভীর রাতে লক্ষ্মী পেঁচায়

ভাঙ্গিয়ে দেয় ঘুম,

মুমিন পড়ে তাহাজ্জুদ ছালাত

রাত যখন নিঝুম।

মহান আল্লাহ নেমে আসেন

সাত আসমানের নীচে,

যার যা আছে চাওয়া পাওয়া

দান করে যান নিজে।

সকল সমস্যা বান্দার

তিনি করেন সমাধান

মহান আল্লাহ অসীম দয়ালু

রহীম-রহমান\

দূর হোক ভেজাল

মুহাম্মাদ আবু তাহের

জগতপুর, বুড়িচং, কুমিল্লা।

চালে ভেজাল ডালে ভেজাল

তেলেও ভেজাল হায়!

ভেজাল খাবার খাচ্ছে সবাই

বাঁচার কি উপায়?

মাছে ভেজাল গোশতে ভেজাল

দুধেও ভেজাল হায়!

নির্ভেজাল নেই কোথাও

এখন কি উপায়?

ফল ফলাদি যত সব

বাজারজাত হয়

তাও সব ভেজাল যুক্ত

নির্ভেজাল নয়।

ভেজাল যুক্ত খাবার যখন

দৈনন্দিন খাই,

দেহ-মন সুস্থ রাখার

কোন পথ নাই।

খাদ্যদ্রব্যে ভেজাল মিশানো

এটাই শেষ নয়

কুরআন-হাদীছ শিক্ষা দিতেও

ভেজাল শিখানো হয়।

আল্লাহর ভয় থাকবে যখন

সবার অন্তরে

আসলে ভেজাল মিশানো

বন্ধ হবে চিরতরে।

ইহকাল পরকালে

মুক্তি পেতে হ’লে

আসতে হবে নির্ভেজাল

তাওহীদী পতাকাতলে।






আরও
আরও
.