ঘন অন্ধকার চারিদিকে

কোথাও কোন আলো নেই,

নেই কোন আলোকিত আলোকবর্তিকা,

চারিদিকে অমাবস্যার মেঘাচ্ছন্ন

ঘোর কালো অন্ধকারে।

আকাশের মিটি মিটি তারার আলোতে

দেখা পথ দেখিতে না পাই কোনমতে

মুক্বাল্লিদ তাক্বলীদের বেড়াজালে

পথ নাহি পায় খুঁজে!

ঘোর কালো অন্ধকারে আত-তাহরীক

আলোকোজ্জ্বল সূর্যদীপ্ত আলো নিয়ে

শত নক্ষত্রের সমাহারে

পথ খুঁজে পেলাম সঠিক।

খোশ আমদেদ খোশ আমদেদ

আত-তাহরীক!!

শত দ্বিধা শত মতবাদ আর সমালোচনা

গোটা দেশ ও জাতিকে গ্রাস করে চলেছে,

যখন লোভের কাছে কুসংস্কারের মাঝে

মানুষ ধর্মের আড়ালে অধর্মের শিক্ষা নিয়ে

কোন ব্যক্তির মুক্বাল্লিদ হয়ে

আস্তিকের আড়ালে হয়ে উঠেছে নাস্তিক।

তখনি তুমি আলোর দিশারী হয়ে

জনতার কাতারে অন্ধকারের মাঝে

জ্বালালে তাওহীদের আলো

হকের প্রদীপ আত-তাহরীক।

মুক্বাল্লিদের ভ্রান্ত বিশ্বাস অযৌক্তিক যুক্তি

দিশেহারা মানুষ ভ্রান্তির বেড়াজালে

জাল ও দুর্বল হাদীছ আর ক্বিয়াসের চক্করে

যখন রাসূলের আদর্শ মানুষ যাচ্ছে ভুলে,

উজ্জ্বল আলোর আলোকবর্তিকা হয়ে

এসেছে তুমি আত-তাহরীক।







আরও
আরও
.