স্বাগতম রামাযান
আতিয়ার রহমান
মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
আহলান সাহলান
স্বাগতম রামাযান,
খোশালিত মনে মোরা
তব করি আহবান।
এসো তুমি ধরা পরে
পাতকীদের তরিতে
বলে তুমি ওঠো মোর
নেকী ভরা তরীতে।
নতুন প্রভাতের এক
মন মাতা ইমেজে,
দরদের সুরে সবাইকে
ডেকে বল তুমি যে,
মুসলিম জেগে ওঠো
দেখ মোর তরণী,
অলসতা ছেড়ে এসো
ওগো মোর বরণী।
নাও নাও লুটে নাও
যত আনা পুণ্য।
আখিরাতে হ’তে চেলে
অতি বড় ধন্য।
দুনিয়াতে পাবে তুমি
খুব বেশী সম্মান
আল্লাহর কাছে হবে
উঁচু শির উঁচু মান।
তোমাকে জানাই মোরা
স্বাগতম রামাযান,
আহলান সাহলান
তুমি তো আল্লাহর দান।
পাতকী তরিতে আজ
এলে দ্বারে রামাযান।
***
মহান স্রষ্টার শৈল্পিক নিপুণতা
শিহাবুদ্দীন আহমাদ
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী,
নওদাপাড়া, রাজশাহী।
জগৎজুড়ে অনুগ্রহে ভরালে তুমি হায়,
তোমার দয়া-অনুকম্পার সীমা যে গো নাই।
নক্ষত্রে আসমান ভরা আরও সুরুজ চাঁদ,
যতই দেখি নীল আকাশকে মিটে নাযে সাধ।
কালচে দেখায় গিরীদরি ধুসর মরুভূমি,
সুঠাম দেহী বিশাল ভুবন দাড় করেছ তুমি।
সৌন্দর্যে ভরা বন-বনানী অসীম তেপান্তর,
প্রকৃতি তার রূপ বদলায় মাস দুয়েক অন্তর।
লেকের ধারে বিলের পাড়ে ফুটছে কত ফুল,
রং-বেরঙের গাছে আবার ঝুলছে হরেক গুল।
ঝর্ণাধারা হৃদয়হরা শোভা বর্ধন করে,
সবাইকে মোহিত করে অপরূপে রূপ ধরে।
নদ-নদী সৈকত-সাগর কী যে তোমার দান,
দিবস-রাতের পালা বদলে বাড়াও সবের মান।
সন্ধ্যা নিশি মিটিমিটি জোনাকির ক্ষীণ আলো,
হাযার তারার আবছা বাতি দেখতে বেজায় ভালো।
অলির ছুটা পুষ্পপানে গুঞ্জন সুর তানে,
মৌচাকেরই দৃশ্য যেন বিস্ময় জাগায় মনে।
স্রষ্টা তুমি সকল সৃষ্টির তোমার তুলনা নাই,
তোমার স্ত্ততিগাঁথা গেয়ে মোদের মন জুড়াই।
স্রষ্টা তুমি নিপুণ শিল্পী কত সুন্দর তুমি!
শিল্পে তোমার সবই ভরা দেখে বিস্মিত হই আমি।
স্রষ্টা ওগো! সৃষ্টি তোমার গুণগান তাই করে,
এই অভাগা ব্যাকুল হয়ে তাসবীহ তোমার পড়ে।
সদাই তাসবীহ তোমার পড়ে\
***
ছিয়াম
মুহাম্মাদ শহীদুল্লাহ
নলত্রী, গোদাগাড়ী, রাজশাহী।
পুণ্য নিয়ে এল ছিয়াম
পুলকিত সবার মন,
সবাই মিলে রাখব ছাওম
তাই করেছি পণ।
এই দিনেতে লুটব নেকী
পড়ব সদা কুরআন,
মুসলিম সমাজে জাগবে
আনন্দেরই বান।
এই দিনেতে ধনী-গরীব
করব না কারো পর
রাখব ছাওম খালেছ দিলে
সকল নারী-নর।
হাযার মাসের অধিক পুণ্য
এ রামাযান মাসে,
পুণ্য অর্জন করার সুযোগ
এ মাসেতে আছে।
ছাওম অর্থ বিরত থাকা
সকল নিষেধ থেকে
গোপন-প্রকাশ্য সর্বাবস্থায়
ভয় করতে হবে প্রভুকে।
একটি ছাওম ছাড়লে পরে
পুণ্য কমে যাবে,
ছাড়লে ছাওম পুণ্য পূরণ
হবে না এই ভবে।
এস মোরা কুরআন মতে
ব্যক্তি জীবন গড়ি
প্রভুর দীদার লাভের আশায়
সবাই ছিয়াম পালন করি।