শাওয়াল মাসের পয়লা চাঁদে বিদায় দিলাম রোযা

অনেক লোকের মাথায় বুঝি চেপেছিল এক বোঝা।

তাইতো ছিয়াম যেতেই দেখি মসজিদগুলো ফাঁকা,

নতুন সাজা ঈমানদারদের যায় না তো আর দেখা!

ইফতার খাওয়ার জন্য কি সব ছিয়াম ছিল তারা?

উপোষ থেকে কষ্টে বহুত দিন করেছে সারা।

কষ্ট তাদের বহুত হ’ল ছিয়াম হ’ল নাকো,

ভরটা দিবস উপোষ করে যতই ছিয়াম থাকো।

ছিয়াম তাহার পূর্ণ হবে বারো মাসের তরে,

হৃদয় ভরা ভক্তিতে যে ছালাত আদায় করে।

আর যত সব আদেশ আল্লাহর দেয় না মোটে বাদ,

পাতে নাকো মনের ভিতর ছলচাতুরির ফাঁদ।

সেই ছায়েম ছিয়াম পালনে পাইবে বহুত ফল,

তার উপরে আল্লাহ খুশী বাড়বে মনের বল।

এই ধরাতে করতে পারো সবটা কিছু তুমি,

কিন্তু পরে হিসাব করে ধরবেন অন্তর্যামী।






আরও
আরও
.