১০ই অক্টোবর শুক্রবার, নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল ৮-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলামের সভাপতিত্বে ‘২৩তম বার্ষিক কেন্দ্রীয় সোনামণি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­­­াহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুহাম্মাদ মুহসিন আলী ফরাযী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আব্দুল্লাহ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমান।

প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, আহলেহাদীছ আন্দোলন নির্ভেজাল ইসলামী আন্দোলন। এ কথা ভালভাবে জানার জন্যই এ বিষয়ের উপর আমার পি-এইচ. ডি থিসিস। তাই আমি দু’বার আহলেহাদীছ হয়েছি। একবার জন্মগত, আরেকবার থিসিস করার পর। আমাদের শিশু-কিশোরদের প্রকৃত আহলেহাদীছ হিসাবে গড়ে তোলা প্রত্যেক অভিভাবকের অবশ্য কর্তব্য। এজন্যই আমরা সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম। যার মাধ্যমে এখন শিশু-কিশোরদের আক্বীদা ও আমল সংশোধন হচ্ছে। এ রকম সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সঠিক ইসলামী জ্ঞান অর্জন করে প্রকৃত মানুষে পরিণত হ’তে উদ্বুদ্ধ হয়। তিনি বলেন, আমরা এগুলি করি ৩টি কারণে। (১) আল্লাহর জন্য দলীল কায়েম করা। যেন হঠকারী বান্দারা বলতে না পারে যে, আমরা দাওয়াত পাইনি। (২) আমর বিল মা‘রূফ ও নাহি আনিল মুনকারে আমানত আদায়ের মাধ্যমে আল্লাহর ওযর পেশ করা। (৩) এমন একটি সমাজ কায়েম করা, যেখানে আল্লাহর কালেমা উন্নত থাকবে এবং কুফরীর কালেমা অবনমিত থাকবে। জানা আবশ্যক যে, আমাদের উপর দ্বীনের দাওয়াত দেওয়া ফরয। দ্বীনকে বিজয়ী করা ফরয নয়।

সবশেষে তিনি সম্মেলনের বিশেষ অতিথিবৃন্দ, ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’ আল-‘আওন’ ও ‘পেশাজীবী ফোরাম’-এর সকল পর্যায়ের দায়িত্বশীল, অভিভাবক ও সদস্যদের ধন্যবাদ জানান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, ‘সোনামণি’র কেন্দ্রীয় উপদেষ্টা ড. শিহাবুদ্দীন আহমাদ ও আহলেহাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জুবায়ের ইসলাম। অতিথিগণ স্ব স্ব ভাষণে সম্মেলনকে স্বাগত জানান এবং সোনামণি বালক-বালিকাদের রাসূল (ছাঃ)-এর আদর্শে গড়ে তোলার এই সুন্দর প্রচেষ্টার জন্য মাননীয় প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।

সম্মেলনে ২৭টি যেলার নির্বাচিত সোনামণি প্রতিযোগী ছাড়াও বিপুল সংখ্যক সুধী ও সোনামণি সদস্য অংশগ্রহণ করে। সোনামণি বালিকা সদস্যরা ও তাদের অভিভাবিকাগণ মারকাযের বালিকা শাখায় অবস্থান করেন ও সেখানেই তাদের কেন্দ্রীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সম্মেলনের পুরা অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে বালিকা শাখায় সম্প্রচার করা হয়।

সম্মেলনে কুরআন তেলাওয়াত করে সোনামণি হাফেয আব্দুল্লাহ আল-ফাহীম (কুষ্টিয়া) এবং জাগরণী পরিবেশন করে মীর আহমাদ (যশোর)। সম্মেলনে ১জন যুবসংঘ সদস্য সহ ‘সোনামণি’ মারকায শাখার ১৯ জন সদস্য মিলে ‘ইসলামী চেতনা’ এবং ‘শান্তি ও ন্যায়ের পথ, গণতন্ত্র নয় ইসলামী খেলাফত’ বিষয়ে পরপর দু’টি মনোজ্ঞ ও শিক্ষণীয় ‘সংলাপ’ পরিবেশন করে। যা সকলের প্রশংসা কুড়ায়। সবশেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সম্মেলনে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু রায়হান।

উল্লে­­খ্য যে, কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতায় ৩৪৪ জন বালক ও ২৩২ জন বালিকাসহ ৫৭৬ জন সোনামণি অংশগ্রহণ করে। তন্মধ্যে ৫১ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। ১ম স্থান অধিকারীকে নগদ ৩০০০ টাকা, ২য় অধিকারীকে ২৫০০ টাকা ও ৩য় অধিকারীকে ২০০০ টাকার পাশাপাশি ক্রেস্ট, স্কেল, পেনবক্স, বার্ষিক সোনামণি ক্যালেন্ডার, চাবির রিং ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে উৎসাহ পুরস্কার দেওয়া হয়। নিম্নে প্রতিযোগিতার বিষয় ও বিজয়ীদের নাম উল্লে­খ করা হ’ল।-

গ্রুপ-ক : ১. অর্থসহ হিফযুল কুরআন (সূরা যোহা, তীন, ক্বারে‘আহ, কাফেরূন ও ইখলাছ)।

বালক : ১ম : মুদ্দাছছিরুল ইসলাম (নওদাপাড়া মারকায, রাজশাহী), ২য় : মুহাম্মাদ নাহনুর রহমান (মানিকহার হিফযুল কুরআন মাদ্রাসা, সাতক্ষীরা), ৩য় : মুহাম্মাদ শো‘আইব মিয়াঁ (ইমাম বুখারী (রহ.) সালাফিইয়াহ মাদ্রাসা, নবীপুর, মুরাদনগর, কুমিল্লা)।

বালিকা : ১ম : নাফীসা তাবাসসুম (নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী), ২য় : মুসাম্মাৎ সুমনা আখতার (বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, গাবতলী, বগুড়া), ৩য় : নাদিয়া ইসলাম (নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী)।

গ্রুপ-খ ২. অর্থসহ হিফযুল কুরআন (বনূ ইস্রাঈল ২৩-২৫, হজ্জ ২৩-২৪, লোকমান ১২-১৯, আহযাব ২১, হা-মীম সাজদাহ ৩৩-৩৬ আয়াত)।

বালক : ১ম : আব্দুল্লাহ আল-ফাহীম (নওদাপাড়া মারকায, রাজশাহী), ২য় : আব্দুল্লাহ নো‘মান (নওদাপাড়া মারকায, রাজশাহী), ৩য় : রিযওয়ান সরকার (ইমাম বুখারী (রহ.) সালাফিইয়াহ মাদ্রাসা, নবীপুর, মুরাদনগর, কুমিল্লা)।

বালিকা : ১ম : সা‘দিয়া সুলতানা শিফা (নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী), ২য় : যুবাইদা ফারীহা (নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী), ৩য় : মুসাম্মাৎ রিফা আখতার (বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, গাবতলী, বগুড়া)।

গ্রুপ-ক : ৩. অর্থসহ হিফযুল হাদীছ (কেন্দ্র প্রদত্ত ১৫টি হাদীছ)।

বালক : ১ম : আব্দুল আহাদ (নওদাপাড়া মারকায, রাজশাহী), ২য় : ইব্রাহীম (ইমাম বুখারী (রহ.) সালাফিইয়াহ মাদ্রাসা, নবীপুর, মুরাদনগর, কুমিল্লা), ৩য় : মুহাম্মাদ যাকারিয়া (ইমাম বুখারী (রহ.) সালাফিইয়াহ মাদ্রাসা, নবীপুর, মুরাদনগর, কুমিল্লা)।

বালিকা : ১ম : সিদরাতুল মুনতাহা (নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী), ২য় : মুবাশশিরা (বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, গাবতলী, বগুড়া), ৩য় : মাহমূদা খাতুন (নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী)।

গ্রুপ-খ ৪. অর্থসহ হিফযুল হাদীছ (কেন্দ্র প্রদত্ত ২০টি হাদীছ)।

বালক : ১ম : মু‘আয (নওদাপাড়া মারকায, রাজশাহী), ২য় : মুহাম্মাদ তাহমীদুল ইসলাম শাকীল (এরাবিয়ান মডেল মালতিনগর মাদ্রাসা, বগুড়া), ৩য় : মুহাম্মাদ ইমরান (কোলারবাড়ী এএসএম দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা)।

বালিকা : ১ম : আনিকা তাসনীম ((নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী), ২য় : নুসাইবা (বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, গাবতলী, বগুড়া), ৩য় : ফাতেমা (নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী)।

গ্রুপ-ক : ৫. সোনামণি জাগরণী : বালক : ১ম : মীর আহমাদ (নওদাপাড়া মারকায, রাজশাহী), ২য় : শিবলী নো‘মান (নওদাপাড়া মারকায, রাজশাহী), ৩য় : মুবাশশির তাসিন (আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স, শাসনগাছা, কুমিল্লা)।

গ্রুপ-খ : ৬. সোনামণি জাগরণী : বালক : ১ম : মুহাম্মাদ আব্দুল্লাহ (দারুস সুন্নাহ সালাফিইয়াহ মাদ্রাসা, চারঘাট, রাজশাহী), ২য় : আহমাদ আব্দুল্লাহ ফাহীম (দারুলহাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা), ৩য় : মুহাম্মাদ রাযু আহমাদ (দারুস সালাম সালাফী মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর)।

গ্রুপ-ক : ৭. সাধারণ জ্ঞান : বালক : ১ম : সাখাওয়াত (নওদাপাড়া মারকায, রাজশাহী), ২য় : মুহাম্মাদ তাহমীদ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, আরামনগর, জয়পুরহাট) ৩য় : আব্দুললাহ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, মোহনপুর, রাজশাহী)।

বালিকা : ১ম : হাবীবা (বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, গাবতলী, বগুড়া), ২য় : সুরাইয়া (বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, গাবতলী, বগুড়া), ৩য় : হাফছাহ (নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী)।

গ্রুপ-খ :৮. সাধারণ জ্ঞান : বালক : ১ম : হুযায়ফা (একলারামপুর মাদ্রাসা মুহাম্মাদিয়াহ আরাবিইয়াহ, তিতাস, কুমিল্লা), ২য় : ফরহাদুল ইসলাম (বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ তাহফীযুল কুরআন মাদ্রাসা, বগুড়া), ৩য় : আব্দুল্লাহ আল-মাহিম (মৌলভীপাড়া দারুস সালাম ক্বওমী মাদ্রাসা, পঞ্চগড়)।

বালিকা : ১ম : মুবাশশিরা তাসনীম (নওদাপাড়া মারকায, মহিলা শাখা, রাজশাহী), ২য় : সুমাইয়া (বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, গাবতলী, বগুড়া), ৩য় : রুবাইয়া (বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, গাবতলী, বগুড়া)।

গ্রুপ-গ : ৯. দ্বীনিয়াত : বালক : ১ম : আব্দুল্লাহ (তাজদীদ ক্যাডেট একাডেমী, গাযীপুর), ২য় : ছাফওয়ান যারীফ (আনন্দধারা বিদ্যাপীঠ, কুমিল্লা), ৩য় : আব্দুল্লাহ ছাবিত (নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনাতলা, বগুড়া)।

বালিকা : ১ম : ফাতেমা (খিরাইকান্দি মডেল একাডেমী, কুমিল্লা), ২য় : তাছফিয়া (মহববতপুর, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর, রাজশাহী), ৩য় : সানজীদা (ইটাহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ী, রাজশাহী)।

গ্রুপ-ঘ : ১০. দ্বীনিয়াত : বালক : ১ম : মুহাম্মাদ ইমাম হাসান (টর্চ বিয়ার ইসলামিক স্কুল, চিরিরবন্দর, দিনাজপুর), ২য় : ফাহীম হাসান (কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা), ৩য় : আব্দুল্লাহ আল-মূসা (পাকুল্লা বহুখী উচ্চ বিদ্যালয়, সোনাতলা, বগুড়া)।






আরও
আরও
.