জম্মু
ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা ও
৩৫-ক ধারা বাতিল করা এবং দু’টিকে গভর্ণর শাসিত রাজ্যে পরিণত করার তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম
আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের উপর
দখলদারিত্ব চাপিয়ে দিয়ে যে যুলুম শুরু করেছিল ভারত সরকার, তার চূড়ান্ত
পরাকাষ্ঠা তারা দেখালো এই অবৈধ সিদ্ধান্তের মাধ্যমে। এর ফলে তাদেরকে উগ্র
হিন্দুত্ববাদী শাসনের করতলগত করার হীন ষড়যন্ত্র বাস্তবায়িত হল। তিনি
অবিলম্বে বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে ভারতের এই অবৈধ
দখলদারিত্বের বিরুদ্ধে জোর ভূমিকা গ্রহণের জন্য দাবী জানান এবং মুসলিম
বিশ্বকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানান।