রাসূল (ছাঃ)-কে অপমানকারীরা মানবতার শত্রু

-প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

১. সাহেব বাজার, রাজশাহী ২৮শে অক্টোবর বুধবার : অদ্য বেলা ১১-টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী ও শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শনীর নিন্দা ও প্রতিবাদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও  ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, ফ্রান্স ধারাবাহিকভাবে মুসলমানদের বিরুদ্ধে বর্বরতার কালো ইতিহাস রচনা করে এসেছে। আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশকে নিয়ন্ত্রণে রাখতে ফরাসী সাম্রাজ্যবাদ লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। শতাব্দীর নৃশংসতম বর্বরতা দেখিয়ে আলজেরিয়া ও মরক্কোর মুসলমানদের কাটামাথার স্তূপ দিয়ে সুভ্যেনির বানিয়েছে, যা তাদের ডাকটিকিটে পর্যন্ত প্রকাশিত হয়েছে। হাযার হাযার নারী ও শিশুর উপর তারা পাশবিক নির্যাতন করেছে। আজও আফ্রিকার ১৪টি দেশ তাদের হাতে যিম্মী অবস্থায় রয়েছে, যাদেরকে শোষণ করে উপার্জিত অর্থই ফ্রান্সের অর্থনীতির ভিত্তি। অথচ সেই ফ্রান্স আজ বিশ্বকে সভ্যতা ও বাকস্বাধীনতার সবক দিতে চায়। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-কে অপমান করে, তাঁর ব্যঙ্গ কার্টুনচিত্র প্রদর্শন করে তারা বাকস্বাধীনতার ধারক ও বাহক হ’তে চায়। বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়কে বিদীর্ণ করে তারা সভ্যতার দাবীদার হ’তে চায়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুহাম্মাদ (ছাঃ) দুনিয়ায় আমাদের নেতা ও আখেরাতে আমাদের শাফা‘আতকারী। যারা তাঁর আদর্শ মানে না ও তাঁকে অপমান করে তারা নিঃসন্দেহে জাহান্নামী। আইরিশ নাট্যকার জর্জ বার্নাডশ’ ও মাইকেল হার্টসহ বিশে^র বড় বড় অমুসলিম পন্ডিতগণ মুহাম্মাদ (ছাঃ)-এর অকুণ্ঠ প্রশংসা করেছেন।

তিনি বলেন, ফ্রান্সের এই ঘৃণিত আচরণের বিরুদ্ধে রাজশাহী শহরে আমাদের আগে প্রতিবাদ করার দরকার ছিল এখানকার এমপি ও মেয়রের। তারা সহ এদেশের প্রধানমন্ত্রীকে তিনি ফ্রান্সের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপনের আহবান জানান। তিনি আরও বলেন, ফ্রান্সের এই ক্ষমাহীন ধৃষ্টতা ও ঘৃণ্য আচরণের বিরুদ্ধে বাংলাদেশ সরকারসহ মুসলিম বিশ্বের শাসকদের অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহ তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। ওআইসি ও আরব লীগের মত আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে। তিনি বিশ্ব মুসলিমকে ফ্রান্সের এই ন্যক্কারজনক পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

‘আহলেহাদীছ আন্দোলন’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সভাপতি অধ্যাপক আব্দুল লতীফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুর হুদা, দফতর সম্পাদক ও আত-তাহরীক অনলাইন টিভির পরিচালক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, ‘আহলেহাদীছ জাতীয় ইমাম ও ওলামা সমিতি’র সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা দুররুল হুদা ও কাযী হারূণুর রশীদ, পবা-পূর্ব-এর সভাপতি মাওলানা আবুবকর ছিদ্দীক, মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ), ‘যুবসংঘ’-রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রঊফ ও ‘যুবসংঘ’ রাজশাহী কলেজ শাখার সভাপতি আব্দুল মুহাইমিন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম।

উল্লেখ্য যে, বেলা ১১-টা থেকে দুপুর সোয়া ১-টা পর্যন্ত দীর্ঘ সোয়া দুই ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকে। মাত্র ১ দিন আগের সিদ্ধান্তে বিপুল সংখ্যক কর্মী ও সুধী মানববন্ধনে যোগদান করেন। এমনকি সংগঠনের কর্মী বা আহলেহদীছ নন এমন অনেক দ্বীনদার ভাইও ঈমানী তাড়নায় উক্ত মানব বন্ধনে যোগদান করেন এবং লাইনে দাড়িয়ে সোর্চ্চার কণ্ঠে প্রতিবাদ জানান। মানববন্ধনে ‘বিশ্বনবীর অপমান, রুখে দিবে মুসলমান; বিশ্ব মুসলিম এক হও, নবীর শত্রু রুখে দাও’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়। সমাবেশে ফ্রান্স সরকারকে বিশ্ব মুসলিমের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রস্তাব পেশ, ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও ফ্রান্সের পণ্য বর্জন করা এই চার দফা দাবী পেশ করা হয়।

২. নীলফামারী ২৯শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বেলা ১১-টায় যেলা শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ নীলফামারী যেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক হাফেয আব্দুছ ছামাদ, প্রশিক্ষণ সম্পাদক এ এস এম আব্দুস সালাম ও নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রাশেদুল ইসলাম।


অন্যায়ের প্রতিবাদ করুন কথা দিয়ে, বোমা দিয়ে নয়

-প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৩. ঢাকা ৩০শে অক্টোবর শনিবার : অদ্য বাদ জুম‘আ ঢাকা প্রেসক্লাবের সামনে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ ঢাকা যেলা কর্তৃক রাসূল (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, আমাদের রাসূল (ছাঃ) পৃথিবীতে এসেছিলেন মানব জাতির রহমত স্বরূপ। খ্রিষ্টান মনীষী মাইকেল হার্ট বিশে^র শ্রেষ্ঠ একশ’ ব্যক্তির তালিকায় তাদের নবী ঈসা (আঃ)-কে বাদ দিয়ে মুহাম্মাদ (ছাঃ)-কে এক নম্বরে এনেছেন। কিন্তু আজ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে তার মর্যাদা নষ্ট করার অপচেষ্টা করছেন। মুসলমানদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা অন্যায়ের প্রতিবাদ করব কথা দিয়ে, বোমা দিয়ে নয়। তিনি বলেন, বিশে^ সন্ত্রাসবাদের মূল হোতা ইস্রাঈলী গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’। তাদের চক্রান্ত থেকে মুসলমানদেরকে বিশেষ করে যুবকদেরকে সাবধান থাকতে হবে। দূর অতীতে অত্যাচারী ফেরাউন মূসা (আঃ)-এর বিরুদ্ধে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু মূসা (আঃ)-এর হাতে অস্ত্র ছিল না। তিনি আল্লাহর নিকট দো‘আ করেছিলেন। ফলে ফেরাঊন বাহিনী ধ্বংস হয়েছিল। ফ্রান্স বাড়াবাড়ি বন্ধ না করলে ফ্রান্সের পরিণতিও হবে ধ্বংস।

তিনি আরও বলেন, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, জার্মানী প্রভৃতি লুটেরা দেশ। তারা ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের সম্পদ লুট করেছে। আবার মুসলমানদের উপরই তারা অত্যাচার চালাচ্ছে। সেই সাথে তাদের নবীর বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করছে। তাই মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে সোচ্চার হ’তে হবে। মুসলিম বিশ্বকে  ফ্রান্সের ন্যাক্কারজনক কর্মের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। তাদের পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশ সরকারকে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে।  

ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ ও অধ্যাপক জালালুদ্দীন, ঢাকা-দক্ষিণ যেলার উপদেষ্টা তাসলীম সরকার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীমুদ্দীন, ঢাকা-উত্তর যেলার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সচিব মুহাম্মদ শামসুল আলম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ, ঢাকা দক্ষিণ সাংগঠনিক যেলার সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ প্রমুখ।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বৃহত্তর ঢাকা ও পাশ^র্বর্তী নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও ময়মনসিংহ যেলা হ’তেও দায়িত্বশীল, কর্মী ও সুধীও যোগদান করেন।

উল্লেখ্য, আমীরে জামা‘আত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পূর্বে পুরানা মোগলটুলী আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

৪. চাঁপাইনবাবগঞ্জ ৩১শে অক্টোবর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের সরকারী কলেজ গেইটের সামনে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ চাঁপাইনবাবগঞ্জ-উত্তর ও দক্ষিণ যেলার উদ্যোগে রাসূল (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ছালেহ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আরীফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইসমাঈল হোসাইন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সহ-সভাপতি ইয়াসীন আলী, চাঁপাইনবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজিদ, ‘যুবসংঘ’-এর সভাপতি আনোয়ার হোসাইন, ‘আল-‘আওন’-এর সভাপতি সুজন আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন চাঁপাইনবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক এমদাদুল হক।

৫. সাতক্ষীরা ৩১শে অক্টোবর শনিবার : অদ্য বিকাল ৪-টায় যেলা শহরের আব্দুর রায্যাক পার্কে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার উদ্যোগে ফ্রান্সে রাসূল (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ‘আন্দোলন’- কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা ও সীমান্ত কলেজের প্রিন্সিপাল আযীযুর রহমান, ভাইস পিন্সিপাল মুহিদুল ইসলাম, যেলা সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, যুব-বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান, যেলা সভাপতি নাজমুল আহসান, সহ-সভাপতি দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ছফিউল্লাহ প্রমুখ। সমাবেশের শুরুতে আব্দুর রায্যাক পার্ক থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আব্দুর রায্যাক পার্কে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে ব্যাপক মুসলিম জনতার উপস্থিতিতে বিশ্ব ‘মুসলিম এক হও, নবীর শত্রুকে রুখে দাও’, ‘সারা বিশ্বে মুসলিম নিপীড়ন, বন্ধ কর করতে হবে’, জাতিসংঘ নীরব কেন, জবাব চাই জবাব চাই, ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে সরকারের নিকট ফ্রান্সের সকল পণ্য বর্জন, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, ইসলাম ও মহানবী (ছাঃ)-এর শত্রুদের বিরুদ্ধে জাতীয়ভাবে কঠোর কর্মসূচী গ্রহণের আহবান জানানো হয়।

৬. বগুড়া ১লা নভেম্বর রবিবার : অদ্য বেলা ১১-টায় যেলা শহরের সাতমাথা মোড়ে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ বগুড়া যেলার উদ্যোগে রাসূল (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মশীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা হাফেয মুখলেছুর রহমান, যুব-বিষয়ক সম্পাদক অব্দুস সালাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন, গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, সিরাজগঞ্জ যেলা সভাপতি মুহাম্মাদ রাসেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুর রায্যাক।

৭. পিরোজপুর ২রা নভেম্বর সোমবার : অদ্য বাদ আছর যেলার স্বরূপকাঠি থানাধীন ইন্দুরহাটে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ পিরোজপুর যেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাহবূব হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মুহাম্মাদ ফযলুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মাদ শামসুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মাদ বেলায়েত হোসাইন প্রমুখ।

৮. বিরামপুর, দিনাজপুর ৩রা নভেম্বর মঙ্গলবার : অদ্য বেলা ১১-টায় যেলার বিরামপুর থানাধীন ঢাকা মোড়ে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন।

৯. দিনাজপুর-পশ্চিম ৪ঠা নভেম্বর বুধবার : অদ্য বেলা ১১-টায় যেলা শহরের প্রেসক্লাবের সামনে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুফীযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুবসংঘ’-এর উপদেষ্টা আব্দুল্লাহ আল-মাহমূদ, সভাপতি মুছাদ্দিক বিল্লাহ, দিনাজপুর-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক যাকির হোসাইন, ‘যুবসংঘ’-এর সভাপতি রায়হানুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

১০. নওগাঁ ৪ঠা নভেম্বর বুধবার : অদ্য বেলা ১১-টায় যেলা শহরের নওজোয়ান মাঠে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ নওগাঁ যেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমান, ‘আল-আওন-এর সভাপতি ডা. শাহীনুর রহমান, সোনামণি’র পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।

১১. ঝিনাইদহ ৬ই নভেম্বর শুক্রবার : অদ্য বিকাল সাড়ে ৩-টায় যেলা শহরের পায়রা চত্বরে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ ঝিনাইদহ যেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক হারূণুর রশীদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হোসাইন কবীর প্রমুখ।

১২. মেহেরপুর ৬ই নভেম্বর শুক্রবার : অদ্য বেলা আড়াইটায় যেলা শহরের প্রেসক্লাবের সামনে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ মেহেরপুর যেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সদর উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক রবীউল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াকূব আলী, সহ-সভাপতি সা‘দ আহমাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন।

১৩. বুড়িচং, কুমিল্লা ৭ই নভেম্বর শনিবার : অদ্য বিকাল সাড়ে ৩-টায় যেলার বুড়িচং থানাধীন কোরপাই বাজারে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ কুমিল্লা যেলার উদ্যোগে রাসূল (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুছলেহুদ্দীন, ঢাকা দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তাসলীম সরকার, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা জামীলুর রহমান, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সভাপতি সাইফুল ইসলাম সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক জা‘ফর ইকরাম ও যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক অলিউল্লাহ।

১৪. চুয়াডাঙ্গা ৯ই নভেম্বর সোমবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের বড় বাজার চৌরাস্তার মোড়ে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ চুয়াডাঙ্গা সাংগঠনিক যেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাবীবুর রহমান, সহ-সভাপতি ফায়ছাল করীম, মেহেরপুর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াকূব আলী, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক সানোয়ার হোসাইন।






আরও
আরও
.