টাঙ্গাইল ৫ই ডিসেম্বর সোমবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ টাঙ্গাইল যেলার উদ্যোগে যেলার মির্জাপুর থানাধীন গবড়া আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, ডাইনে-বামে সর্বত্র শয়তানী প্রতারণা ছিন্ন করে জান্নাতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে নিজেকে এবং নিজের পরিবার ও সমাজকে গড়ে তোলার কোন বিকল্প নেই। এজন্য তিনি ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাংগঠনিক প্রচেষ্টায় সকলকে শরীক হওয়ার আহবান জানান।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে সকাল ১০টা হ’তে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত উক্ত যেলা সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, ঢাকা বায়তুল মা‘মূর জামে মসজিদ-এর খতীব হাফেয শামসুর রহমান আযাদী, যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শামসুল আলম খান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল মাজেদ, অত্র জামে মসজিদের খতীব মাওলানা শহীদুল্লাহ প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন স্থানীয় কাঞ্চনপুর জামে মসজিদের খতীব মুহাম্মাদ ইমদাদুল হক।

সম্মেলনে টাঙ্গাইল যেলার বিভিন্ন এলাকা থেকে কর্মীরা অংশগ্রহণ করেন। এতদ্ব্যতীত ময়মনসিংহের ত্রিশাল, জামালপুর, সিরাজগঞ্জও ঢাকা থেকেও কর্মীরা যোগদান করেন।






লেখক সম্মেলন ২০১৬
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪
‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী নূরুল ইসলাম-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ
যুবসংঘ (প্রশিক্ষণ)
মহিলা সংস্থা (মহিলা সমাবেশ)
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ
যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
ঈদুল আযহা উপলক্ষ্যে আমীরে জামা‘আতের সাতক্ষীরা সফর
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
সুধী সমাবেশ (নওগাঁ, বগুড়া, ভোলা, গাযীপুর, পলাশবাড়ী, নীলফামারী, ফরিদপুর)
বিভাগীয় প্রশিক্ষণ (আল-‘আওন)
মাসিক তাবলীগী ইজতেমা
আরও
আরও
.