(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর যেলার উপদেষ্টা শরীফুল ইসলাম (৫৮) গত ২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১-টায় ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গাংণী উপযেলাধীন বামুন্দী গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, নাতী-নাতনী ও অন্যান্য আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন বাদ মাগরিব বামুন্দী কবরস্থানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অতঃপর তাকে উক্ত কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ, বামুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল বিশ্বাস ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তার মৃত্যুর ৩৭ দিন পূর্বে তার একমাত্র পুত্র এ্যাডভোকেট রণি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমৃত্যু সাথী মাষ্টার আববাস আলী (১১৫) গত ২১শে অক্টোবর শনিবার সন্ধ্যায় বগুড়ার ধুনট থানাধীন বেড়েরবাড়ী গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ৬ কন্যা, নাতী-নাতনী ও অন্যান্য আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন দুপুর ২-টায় বেড়েরবাড়ী দক্ষিণপাড়াস্থ আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অতঃপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক এহসান ইলাহী যহীর, যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ, ধনুট পৌরসভার চেয়ারম্যান এজিএম বাদশাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, উক্ত জানাযায় অংশগ্রহণ উপলক্ষে আমীরে জামা‘আত নওদাপাড়া মারকায থেকে মাইক্রোবাস যোগে সকাল ৯-টা ৫০মিনিটে রওয়ানা হন। অতঃপর তিনি দুপুর দেড়টায় বেড়েরবাড়ী পৌঁছেন এবং যোহর ছালাত শেষে মৃতের জানাযা ছালাত আদায় করেন। অতঃপর বেলা ২-টা ২০ মিনিটে রওয়ানা হয়ে গাবতলী থানার বাগবাড়ীস্থ প্রেসিডেন্ট যিয়াউর রহমানের গ্রামের বাড়ী পরিদর্শনের জন্য ২-টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছেন এবং পরিদর্শনের পর সেখান থেকে ২টা ৫০ মিনিটে রওয়ানা হয়ে বেলা ৩-টায় বাগবাড়ী তা‘লীমুল কুরআন  মহিলা  হাফিযিয়া  মাদরাসায় পৌঁছেন। সেখানে তিনি মাদরাসার প্রধান শিক্ষিকা ও ছাত্রীদের সাথে কথা বলেন। অতঃপর সেখান থেকে ৩-টা ১০ মিনিটে রওয়ানা হয়ে বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলালের বগুড়া শহরের শৈলালপাড়াস্থ বাসভবনে পৌঁছেন এবং সেখানে দুপুরের খাবার গ্রহণের পর বিকাল পৌনে ৫-টায় রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হন। অতঃপর নওগাঁ হয়ে রাত পৌনে ৮-টায় রাজশাহীর নওদাপাড়াস্থ মারকাযে পৌঁছেন। ফালিল্লাহিল হামদ

(৩) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার কলারোয়া উপযেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং কাকডাঙ্গা এলাকার সাধারণ সম্পাদক আলহাজ্জ আলী আহমাদ (৬৭) গত ২৩শে অক্টোবর সোমবার রাত ১২-টায় স্ট্রোক করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা ও অন্যান্য আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন দুপুর ১২-টা ২০ মিনিটে কাকডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার শ্বশুর কাকডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা মুনীরুল হুদা। তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় দুপুর সোয়া ১-টায়। এতে ইমামতি করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম। অতঃপর কাকডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্জ আব্দুর রহমান, যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

[আমরা তাঁদের রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






আরও
আরও
.