আধুনিক যুগের অন্যতম সালাফী বিদ্বান, শায়খ আলবানী (রহঃ)-এর খ্যাতিমান ছাত্র, প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ আলী হাসান আল-হালাবী (৬০) গত ১৫ই নভেম্বর’২০ রবিবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জর্ডানের রাজধানী আম্মানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিঊন। ঐদিন বাদ আছর জানাযা শেষে তাঁকে জর্ডানের মারাকায় দাফন করা হয়।

শায়খ আলী হাসান আল-হালাবী ১৯৬০ সালে (১৩৮০ হিঃ) জর্ডানের ‘আয-যারক্বা’ যেলায় জন্মগ্রহণ করেন। আরব-ইস্রাঈল যুদ্ধের পর ১৯৪৮ সালে তাঁর বাপ-দাদা ফিলিস্তীনের ইয়াফা থেকে জর্ডানে হিজরত করেন। শায়খ মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী, আব্দুল ওয়াদূদ যিরারী, হাম্মাদ আল-আনছারী প্রমুখ তাঁর অন্যতম শিক্ষক। ১৯৭৭ সালের শেষের দিকে শায়খ আলবানী (রহঃ)-এর সাথে হালাবীর সাক্ষাৎ ঘটে। তাঁর নিকটে তিনি আল-বায়িছুল হাছীছ সহ মুছত্বলাহুল হাদীছ-এর বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করেন। তিনি প্রায় সিকি শতাব্দী শায়খ আলবানীর সাহচর্যে কাটান এবং বিভিন্ন ইলমী ও দাওয়াতী কর্মকান্ডে অংশগ্রহণ করেন। বিশেষত সিলসিলা ছহীহাহ ও সিলসিলা যঈফা প্রণয়নে তিনি তাঁকে সহায়তা করেন। শায়খ বদীউদ্দীন শাহ রাশেদী সিন্ধী, শায়খ মুহাম্মাদ সালেক শানকীতী প্রমুখের নিকট থেকে তিনি ‘ইজাযা’ লাভ করেন। জর্ডান থেকে প্রকাশিত ‘আল-আছালাহ’ পত্রিকার তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। উচ্চতর গবেষণার জন্য তিনি ‘মারকাযুল ইমাম আল-আলবানী লিল-আবহাছিল ইলমিইয়াহ ওয়াদ দিরাসাতিল মানহাজিইয়াহ’ নামে একটি প্রতিষ্ঠানও গড়েন। তিনি সঊদী আরব, মিসর, কুয়েত, আরব আমিরাত, আমেরিকা, ব্রিটেন, হল্যান্ড, হাঙ্গেরী, কানাডা, ইন্দোনেশিয়া, ফ্রান্স প্রভৃতি দেশে দাওয়াতী সফর করেন। তাঁর রচিত, সম্পাদিত ও তাহকীক্বকৃত তাঁর সংখ্যা দুই শতাধিক। তন্মধ্যে উল্লেখযোগ্য রচনা সমূহ হ’ল- (১) ইলমু উছূলিল বিদা‘ (২) দিরাসাতুন ইলমিইয়াহ ফী ছহীহ মুসলিম (৩) আন-নুকাত ‘আলা নুযহাতিন নাযার ফী তাওযীহি নুখবাতিল ফিকার (৪) আত-তা‘লীকাতুল আছারিইয়াহ আলাল মানযূমাতিল বায়কূনিইয়াহ (৫) ফিক্বহুল ওয়াকি বায়নান নাযরিয়াহ ওয়াত তাতবীক (৬) জাহান্নাম আহওয়ালুহা ওয়া আহলুহা (৭) কাশফুল মুতাওয়ারী মিন তালবীসাতিল গুমারী (৮) তাওফীকুল বারী ফী হুকমিছ ছালাত বায়নাস সাওয়ারী (৯) মুজমালু তারীখিদ দাওয়াহ আস-সালাফিইয়াহ ফিদ-দিয়ারিল উরদুনিয়াহ (১০) আর-রাদ্দুল বুরহানী ফিল ইনতিছার লিল-আল্লামা মুহাদ্দিছ নাছিরুদ্দীন আল-আলবানী (১১) আত-তাহযীর মিন ফিতনাতিল গুলু ফিত-তাকফীর (১২) কিতাবু এহইয়াউ উলূমিদ্দীন ফী মীযানিল ওলামা ওয়াল মুআরি‘খীন প্রভৃতি। তাঁর তাহকীক্বকৃত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে (১) মিফতাহু দারিস সা‘আদাহ লি-ইবনিল ক্বাইয়িম (৩ খন্ড) (২) আত-তা‘লীকাতুর রাযিইয়াহ আলার রাওযাতিন নাদিইয়াহ লিল-আলবানী (৩ খন্ড) (৩) আল-বায়িছুল হাছীছ লি-ইবনে কাছীর (২ খন্ড) (৪) আল-হিত্তাহ ফী যিকরিছ ছিহাহ আস-সিত্তাহ লি-ছিদ্দীক্ব হাসান খান (৫) আদ-দা ওয়াদ-দাওয়া লি-ইবনিল ক্বাইয়িম।






প্রবাসী সংবাদ
সুধী সমাবেশ (আসুন! পবিত্র কুরআন ও হাদীছকে মূল হিসাবে গ্রহণ করি!)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি গঠন, সুধী সমাবেশ,কেন্দ্রীয় সভাপতির সিলেট সফর)
যেলা সম্মেলন \ বগুড়া (একমাত্র তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমেই সামাজিক শৃংখলা বিধান করা সম্ভব) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ

যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম

রাসূলুল্লাহ (ছাঃ)-এর আনুগত্যের মধ্যেই মানবজাতির মুক্তি নিহিত - -আমীরে জামা‘আত
ত্রাণ বিতরণের অন্যান্য রিপোর্ট
মারকায সংবাদ (হিফযুল কুরআন সমাপনী)
মাদরাসার ভিত্তি স্থাপন
যুবসংঘ (কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ)
দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে সকলে এগিয়ে আসুন!
বিভাগীয় প্রশিক্ষণ (আল-‘আওন)
আরও
আরও
.