গাইবান্ধা-পশ্চিম ১২ই সেপ্টেম্বর শনিবার : অদ্য
বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সহযোগিতায়
গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন
কার্যক্রম হিসাবে যেলার গোবিন্দগঞ্জ থানার মহিমাগঞ্জে ৪টি, চরবালুয়ায় ৪টি,
ধুন্দিয়ায় ৩টি, শ্রীমুখে ১টি, ফুলবাড়ীতে ২টি ও তেলিপাড়ায় ১টি এবং পলাশবাড়ী
থানার বাঁশকাটায় ১টি টিউবওয়েল বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল বিতরণ
কার্যক্রমে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদ, যেলা
‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক
রাফিউল ইসলাম ও ‘আল-‘আওনে’র সাধারণ সম্পাদক ছাদ্দাম হোসাইন। উক্ত টিউবওয়েল ও
টয়লেট সমূহ ১২ই সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বরের মধ্যে বসানো হয়।
জামালপুর ১২ই সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহযোগিতায় জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম হিসাবে যেলার সদর থানায় ১টি, মাদারগঞ্জ থানায় ৪টি ও সরিষাবাড়ী থানায় ৫টি টিউবওয়েল বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ বযলুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ আবূ মূসা, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ক্বামারুয্যামান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মনযূর রহমান, সহ-সভাপতি মাহফূযুর রহমান প্রমুখ। উক্ত টিউবওয়েলগুলো ১২ই সেপ্টেম্বর থেকে ২৫শে সেপ্টেম্বরের মধ্যে বসানো হয়।
গাইবান্ধা-পূর্ব ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহযোগিতায় গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম হিসাবে যেলার সাঘাটা থানার কানাইপাড়া, গাড়ামারা ও ফাযিলপুর চরে ৯টি টিউবওয়েল ও ২টি টয়লেট সামগ্রী বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল ও টয়লেট সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রফীকুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল মাওলা ও সাঘাটা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ খলীলুর রহমান প্রমুখ। উক্ত টিউবওয়েল ও টয়লেট সমূহ ১৫ই সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবরের মধ্যে বসানো হয়।
লালমণিরহাট ২১শে সেপ্টেম্বর সোমবার : অদ্য সকাল ৮-টায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহযোগিতায় লালমণিরহাট যেলার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে যেলার সদর থানায় ২টি, আদিতমারী থানায় ৪টি, কালীগঞ্জ থানায় ৩টি, হাতীবান্ধা থানা ৩টি ও পাটগ্রাম থানায় ৩টি টিউবওয়েল বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্জ আব্দুল কাদের, আদিতমারী উপযেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মশিউর রহমান, কালীগঞ্জ উপযেলার অর্থ সম্পাদক শফীকুল ইসলাম, হাতিবান্ধা উপযেলার সাধারণ সম্পাদক তৈয়ব আলী প্রমুখ। উক্ত টিউবওয়েলগুলো ২১শে সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবরের মধ্যে বসানো হয়।