গাইবান্ধা-পশ্চিম ১২ই সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সহযোগিতায় গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম হিসাবে যেলার গোবিন্দগঞ্জ থানার মহিমাগঞ্জে ৪টি, চরবালুয়ায় ৪টি, ধুন্দিয়ায় ৩টি, শ্রীমুখে ১টি, ফুলবাড়ীতে ২টি ও তেলিপাড়ায় ১টি এবং পলাশবাড়ী থানার বাঁশকাটায় ১টি টিউবওয়েল বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক রাফিউল ইসলাম ও ‘আল-‘আওনে’র সাধারণ সম্পাদক ছাদ্দাম হোসাইন। উক্ত টিউবওয়েল ও টয়লেট সমূহ ১২ই সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বরের মধ্যে বসানো হয়।

জামালপুর ১২ই সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহযোগিতায় জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম হিসাবে যেলার সদর থানায় ১টি, মাদারগঞ্জ থানায় ৪টি ও সরিষাবাড়ী থানায় ৫টি টিউবওয়েল বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ বযলুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ আবূ মূসা, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ক্বামারুয্যামান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মনযূর রহমান, সহ-সভাপতি মাহফূযুর রহমান প্রমুখ। উক্ত টিউবওয়েলগুলো ১২ই সেপ্টেম্বর থেকে ২৫শে সেপ্টেম্বরের মধ্যে বসানো হয়।

গাইবান্ধা-পূর্ব ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহযোগিতায় গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম হিসাবে যেলার সাঘাটা থানার কানাইপাড়া, গাড়ামারা ও ফাযিলপুর চরে ৯টি টিউবওয়েল ও ২টি টয়লেট সামগ্রী বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল  ও টয়লেট সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রফীকুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল মাওলা ও সাঘাটা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ খলীলুর রহমান প্রমুখ। উক্ত টিউবওয়েল ও টয়লেট সমূহ ১৫ই সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবরের মধ্যে বসানো হয়।

লালমণিরহাট ২১শে সেপ্টেম্বর সোমবার : অদ্য সকাল ৮-টায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহযোগিতায় লালমণিরহাট যেলার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে যেলার সদর থানায় ২টি, আদিতমারী থানায় ৪টি, কালীগঞ্জ থানায় ৩টি, হাতীবান্ধা থানা ৩টি ও পাটগ্রাম থানায় ৩টি টিউবওয়েল বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্জ আব্দুল কাদের, আদিতমারী উপযেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মশিউর রহমান, কালীগঞ্জ উপযেলার অর্থ সম্পাদক শফীকুল ইসলাম, হাতিবান্ধা উপযেলার সাধারণ সম্পাদক তৈয়ব আলী প্রমুখ। উক্ত টিউবওয়েলগুলো ২১শে সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবরের মধ্যে বসানো হয়।






আসুন জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে ব্রতী হই! - -আমীরে জামা‘আত
করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের লাশ দাফনে স্বেচ্ছাসেবক টীম গঠন
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দের সাবেক সেক্রেটারী আব্দুল ওয়াহ্হাব খালজী
সংগঠন সংবাদ
মাসিক ইজতেমা
কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৪ (পতেঙ্গা ও মীরসরাই, চট্টগ্রাম)
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপন থেকে বিরত হৌন! - -সরকারের প্রতি আমীরে জামা‘আত
আল-হেরা
আল্লাহভীরুতার সাথে ঐক্যবদ্ধ হৌন! - -আমীরে জামা‘আত
মসজিদ উদ্বোধন
মুহাম্মাদ আনীসুর রহমান-এর মৃত্যু সংবাদ
মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা; আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আরও
আরও
.