বালিয়াডাঙ্গা, নাটোর ১৭ই মার্চ শুক্রবার : অদ্য জুম‘আর ছালাত আদায়ের মাধ্যমে যেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদ উদ্বোধন করা হয়। আহলেহাদীছ আন্দোলন সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক ও ছানাইয়া কাদীমা ইসলামিক সেন্টার, রিয়াদের দাঈ আব্দুল হাই মাদানী উদ্বোধনী খুৎবা প্রদান করেন। যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুছল্লী জুম‘আর ছালাতে উপস্থিত ছিলেন। ছালাতের পর উক্ত মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী।
উল্লেখ্য যে, উক্ত গ্রামের কয়েকজন যুবক ২০১৩ সালে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মাধ্যমে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দাওয়াত পেয়ে তদনুযায়ী ছালাত আদায় শুরু করলে তাদেরকে গ্রামের মসজিদ থেকে বের করে দেওয়া হয়। ফলে তারা বাধ্য হয়ে পৃথক জায়গায় একটি টিনশেড মসজিদ নির্মাণ করে ছালাত আদায় করা শুরু করেন। ২০১৪ সালের ৯ই অক্টোবর মাযহাবী আলেমদের বক্তব্যে উত্তেজিত জনতা স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে মসজিদটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অতঃপর ২০২২ সালে উক্ত স্থানে তিন তলা ভিত্তি দিয়ে নতুন জামে মসজিদ নির্মাণ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হ’লে গত ১৭ই মার্চ ২০২৩ মসজিদটি উদ্বোধন করা হয়। ফালিল্লা-হিল হাম্দ।