রিয়াদ, সঊদী আরব ১৬ই মার্চ শুক্রবার : অদ্য সকাল ৮-টায় বদীয়া এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার উদ্যোগে রিয়াদের সকল শাখা দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জালালুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক রহমতল্লাহ, সানাইয়া দায়েরী শাখা, রিয়াদ এর সভাপতি শহীদুল ইসলাম, সানাইয়া ক্বাদীমা শাখার সভাপতি ফেরদৌস প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক খন্দকার ফরহাদ হোসাইন, প্রচার সম্পাদক সোহরাব হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক কাযী রিয়াযুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, তাবলীগী ইজতেমা ২০১৮-তে যোগদান শেষে রিয়াদ ফিরে উক্ত সমাবেশে উপস্থিত দায়িত্বশীল ও কর্মীদের উদ্দেশ্যে তাবলীগী ইজতেমার স্মৃতিচারণ মূলক বক্তব্য দিতে গিয়ে জনাব আব্দুল হাই আবেগাপ্লুত কণ্ঠে বর্তমান ইজতেমার বিশালতা ও সফলতা এবং প্রারম্ভিক ইজতেমা সমূহের ইতিহাস তুলে ধরেন। তিনি ২০১৮ সালের তাবলীগী ইজতেমার বিভিন্ন দিক কর্মীদের উদ্দেশ্যে তুলে ধরেন। তিনি এ সময়ে কর্মীদের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সালাম পৌঁছে দেন। তার স্মৃতিচারণ মূলক বক্তব্য উপস্থিত কর্মীগণ অশ্রুসজল নয়নে মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং আহলেহাদীছ আন্দোলন-এর সাথে আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সঊদী আরব শাখার দফতর সম্পাদক এমরান বিন সাঈদ মোল্লা।







৩৩তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৩ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যেলা সম্মেলন \ দিনাজপুর-পূর্ব (কবরের প্রস্ত্ততি গ্রহণ করুন) - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
আত-তাহরীক টিভি (‘ব্যবসা-বাণিজ্যে ইসলামী দিক-নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
সংগঠন সংবাদ
হাফেয ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
সোনামণি
মৃত্যু সংবাদ
আল-‘আওন
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.