রিয়াদ, সঊদী আরব ১৬ই মার্চ শুক্রবার : অদ্য সকাল ৮-টায় বদীয়া এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার উদ্যোগে রিয়াদের সকল শাখা দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জালালুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক রহমতল্লাহ, সানাইয়া দায়েরী শাখা, রিয়াদ এর সভাপতি শহীদুল ইসলাম, সানাইয়া ক্বাদীমা শাখার সভাপতি ফেরদৌস প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক খন্দকার ফরহাদ হোসাইন, প্রচার সম্পাদক সোহরাব হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক কাযী রিয়াযুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, তাবলীগী ইজতেমা ২০১৮-তে যোগদান শেষে রিয়াদ ফিরে উক্ত সমাবেশে উপস্থিত দায়িত্বশীল ও কর্মীদের উদ্দেশ্যে তাবলীগী ইজতেমার স্মৃতিচারণ মূলক বক্তব্য দিতে গিয়ে জনাব আব্দুল হাই আবেগাপ্লুত কণ্ঠে বর্তমান ইজতেমার বিশালতা ও সফলতা এবং প্রারম্ভিক ইজতেমা সমূহের ইতিহাস তুলে ধরেন। তিনি ২০১৮ সালের তাবলীগী ইজতেমার বিভিন্ন দিক কর্মীদের উদ্দেশ্যে তুলে ধরেন। তিনি এ সময়ে কর্মীদের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সালাম পৌঁছে দেন। তার স্মৃতিচারণ মূলক বক্তব্য উপস্থিত কর্মীগণ অশ্রুসজল নয়নে মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং আহলেহাদীছ আন্দোলন-এর সাথে আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সঊদী আরব শাখার দফতর সম্পাদক এমরান বিন সাঈদ মোল্লা।