নওদাপাড়া, রাজশাহী ২৮শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর উদ্যোগে মাদ্রাসার পশ্চিম পার্শ্বস্থ জামে মসজিদে ‘ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ’ বিষয়ের উপর এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ। উক্ত বিতর্কে বিচারক হিসাবে ছিলেন মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুর রহীম, মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ধূরইল ডিএস কামিল মাদ্রাসা, মোহনপুর, রাজশাহীর ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল মাওলানা দুর্রুল হুদা।

প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ের পক্ষে ও বিপক্ষে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পক্ষের ৩ জন হচ্ছে-   মুস্তাফীযুর রহমান (কুল্লিয়া ৩য় বর্ষ, দলনেতা), আব্দুল্লাহ (কুল্লিয়া ২য় বর্ষ) এবং ছফিউর রহমান (আলিম পরীক্ষার্থী)। বিপক্ষের ৩ জন হচ্ছে- নাজমুন নাঈম (কুল্লিয়া ১ম বর্ষ, দলনেতা), সারওয়ার মিছবাহ (কুল্লিয়া ১ম বর্ষ) এবং কাওছার আহমাদ (ছানাবিয়াহ ২য় বর্ষ)। বিচারকমন্ডলীর রায়ে ‘ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ’-এর পক্ষের বক্তারা বিজয়ী হন এবং বিপক্ষ দলের নাজমুন নাঈম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। উভয় দলকে বই পুরস্কার প্রদান করা হয়। বিতর্কটি পরিচালনা করেন মারকাযের শিক্ষক ড. শিহাবুদ্দীন আহমাদ ও আবাসিক শিক্ষক ড. মুখতারুল ইসলাম।






আরও
আরও
.