
নির্দয় এ পৃথিবী নিষ্ঠুর নির্মম,
অন্ধ তুমি আজ কিসে এমন গর্ব তোমার?
লজ্জা নেই বুকে বিবেকে নেই টান,
কলঙ্কে ঢাকা জাতি বিচারে হয় অপমান।
উঠেছো রাজনীতি নিয়ে মাথা তুলে,
ভুলেছো ধর্মনীতি ছলনায় ভেসে চলে।
লজ্জাহীন সমাজ আজ ব্যথায় নেই সাড়া,
ভুলে গেছো রক্তে রাঙা ভাইয়ের আত্মচারা।
ভূমি রক্তিম হয়েছে ভাইয়ের শাহাদতে,
সূর্য উঠেছে ঠিকই ভাই উঠেনি প্রভাতে।
চোখের পানির ঝর্ণাধারা করছো তুমি পান,
তৃষ্ণা মিটেনি যাঁর করো না তার সম্মান!
ক্ষুধায় বেঁধেছে পেটে পাথর পানি পানে নয় চোখ,
তবুও তুমি খাও পেটভরে ভাবো না তার শোক।
হৃদয়ে কেন ব্যথা জাগে না? কাঁদো না রাতে কেন?
ফরিয়াদ করো রবের কাছে সত্যের আলো এন।
ক্ষমা চাও তাঁর কাছে, যাঁরা গেছে হারিয়ে,
নির্যাতিতের পাশে দাঁড়াও ভালোবাসা দিয়ে।
অস্ত্র যদি না-ই থাকে হাতে ভয় করো না ভাই,
ফরিয়াদই বড় অস্ত্র চোখের জলের চাই।
রবের কাছে কেঁদে বল মাযলূমের দুঃখগাথা,
শুনবে তিনি, গড়বেন দিনবিচারেরই কথা।
শাহাদতের তামান্না রাখো হৃদয় মাঝে,
ঝাঁপিয়ে পড়ো যুদ্ধেতে, বিজয় আসবে সাঁঝে।
-তানভীর রহমান, ছাতিয়ানতলা, সাতক্ষীরা।