আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

অপসংস্কৃতির উচ্ছল বন্যায়

আর ক্ষরস্রোতের উদগ্র টানে

অবগুণ্ঠন হ’ল মুক্ত

গাত্র বসন খসে পড়ল

নির্লজ্জতার নোংরা নর্দমায়।

বেহায়া ইঁদুরগুলো গর্তের বাইরে আসে

সুযোগের অপেক্ষায় চিলগুলো

বুভুক্ষতার তাগিদে ছোঁ মেরে গিলে খায়

উলঙ্গ কমনীয় কায়ায় ক্ষুধার্ত হায়েনাগুলো

তাদের ললুপ জিহবা মেলি মিটি মিটি চায়।

কামনার সিক্ত বেলায়

দাঁড়ায় এসে পূর্ণ সুধাংশু।

হিংস্রতার দন্ত নখরে অস্থি মজ্জা চিবিয়ে খায়

তাদের আর্তচিৎকারে

প্রকৃতি নীরবে কাঁদে।

লাশের মিছিলে ভীড় জমায় অনুক্ষণে

নেশার প্রজ্জ্বলিত অগ্নি শিখা

এক মুহূর্তে ভস্মীভূত করে দেয়

উলঙ্গ কমনীয় কায়া।

শকুনের আহার্য যোগায়,

নেকাবের অনুপস্থিতিতে

উচ্ছৃঙ্খলতার জন্ম নেয়।

সমাজের লোকের বদনে মাখে

মসির প্রলেপ।






আরও
আরও
.