আতিয়ার রহমান
মাদরা, সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।
দ্বীনের অর্থ ধর্ম বুঝে করল দ্বীনের আসল ভুল,
তাই তো দ্বীনে ময়লা মদির ফুটছে না আর সোনার ফুল।
একটু খানি ছালাত, ছিয়ামে হয়কি দ্বীনের সব পালন?
মানতে আজি আল্লাহর দ্বীনের হারিয়ে গেছে সবার মন।
ব্যক্তি, সমাজ, রাজনীতি আর অর্থনীতির সবটা দিক,
যে নীতিতে চলতে পারে এটাই দ্বীনের আসল দিক।
দ্বীনকে সঠিক বুঝতে হ’লে রাসূল (ছাঃ)-কে যে জানতে হয়,
সবটা জীবন রিসালাতের একটু তাতে কমতি নেই।
নাম রাসূল (ছাঃ)-এর শুনলে দেখি ভক্তি দেখায় চুম্বনে,
আবার সেজন চলার পথে অন্য দ্বীনে সবখানে।
চলবে যদি অন্য দ্বীনে কিসের নবী (ছাঃ)-এর ভক্তিটা?
আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে খাটছে তোমার শক্তিটা।
জান বিকিয়ে চলছে যারা দ্বীন কায়েমের রাস্তাতে,
শক্ত হাতে দিচ্ছ বাধা তাদের চলার পথটাতে?
দ্বীনটাকে ভাই ধর্ম ভেবে বাঁধছে হেথায় আসল গোল,
তাইতো আজি অন্য জাতি ঢালছে মাথায় তাদের ঘোল।
জ্ঞানের কোঠায় ধরতো যদি দ্বীনটা ‘জীবন ব্যবস্থা’,
হইতো কি ভাই মুসলিম ভালে ভিক্ষুকের এই অবস্থা?
থাকতে প্রদীপ মস্তকেতে নেত্রে দেখি সব অাঁধার
এপার-ওপার দুই পারেতে যাত্রা পথে রুদ্ধদ্বার।
বদজাতি সব বাদদে জাতি বুঝতো যদি আসল দ্বীন,
উঠতো রবি পূর্ব গগনে ফুটতো গোলাপ সুখের দিন।