
রহমত নিয়ে এলো মাহে রামাযান
সকল মুমিনের তরে,
এমাসে নাযিল হ’ল পাক-কুরআন
হিদায়াত এলো ঘরে ঘরে।
দিবসে ছিয়াম আর রাতে ছালাত,
তবুও তো মন ভরে না,
মাস জুড়ে বেশী নেকী, বেশী ইবাদাত
কেউ করে, কেউ করে না।
রামাযানে এসো ভাই কুরআন শিখি
তিলাওয়াত বেশি বেশি করি,
ঈমানটা যত্নে আগলে রাখি
রাসূলের সুন্নাহ ধরি।
-আখতারুযযামান, বিরল, দিনাজপুর।