যাকারিয়া, ফুলবাড়িয়া, জগতি, কুষ্টিয়া।
দুনিয়া যে হরেক রঙের ধোঁকার জালে গাঁথা
ইহকালের ঘূর্ণিপাকে ঘুরছে সবে বৃথা।
মদের নেশা পদের নেশা, নেশা নারীর প্রতি
গাড়ি-বাড়ির নেশায় পড়ে ছুটছে মানব জাতি।
নেশায় বুদ মানুষগুলি ছুটছে লক্ষ্যপানে
সোনার পাহাড় গড়েও তার সুখ আসে না মনে।
ভুরি-ভুরি সম্পদ যার সেতো আরো চায়
হরাম-হালাল নাহি বোঝে চক্ষু যেন নাই।
স্রষ্টাকে না স্মরে সে, দুনিয়াই তার সব
ধরার যত অর্থ-সম্পদ তার নিকটে রব।
সৃষ্টি করলেন যিনি মোদের করতে তাঁরই ইবাদত
তাঁকে ছেড়ে তাগূত্ব পূজা করছে মানুষ দিন-রাত।
ভুলেছে আজ আদম সন্তান পাক-কালামের ভাষা
ছেড়েছে সে ধরার মোহে জান্নাত পাবার আশা।
ভুলেছে রবের বাণী যাহা ছিল বান্দার প্রতি
দিশাহীন মানুষ এখন বোঝে না নিজ ক্ষতি।
আদম সন্তান চিন্তা কর, ভেবে দেখ বারবার
কি উদ্দেশ্যে তোমার সৃষ্টি লক্ষ্য কিবা তোমার?
মৃত্যু হ’ল পরম সত্য সবার জন্যে সমান
খুলে দেখ কুরআন-হাদীছ থাকতে তোমার প্রাণ।
জীবনের মূল উদ্দেশ্য এক আল্লাহ তা‘লার ইবাদত
লক্ষ্য তোমার পরকালে চির সুখের জান্নাত।