আতিয়ার রহমান
মাদরা, সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।
পৃথিবীর কান্না শুনতে পাচ্ছ কি?
বুকে কোটি বছরের পঙ্কিলতার পাথর!
এক অসহ্য যন্ত্রণা।
মানুষরূপী পশুদের অত্যাচার আজ
অতিক্রম করেছে ধৈর্যের পরিসীমা,
তাই পৃথিবী কাঁদে।
শক্তিমত্তার নিষ্ঠুর অত্যাচারে যখন
তার নিপীড়িত দুর্বল সন্তানগুলো
বুকফাঁটা আর্তনাদে চিৎকার করে
তখন পৃথিবী কাঁদে।
মানুষ যখন পশুত্বের সীমানা পেরিয়ে
সতীত্বের পবিত্রতা হননের পর
জীবনটাকে ছিনিয়ে নেয়
তখন পৃথিবী কাঁদে।
সম্পদের পাহাড় গড়তে যখন মজুদদাররা
গরীবের মুখের খাবার ছিনিয়ে নিয়ে
বনু আদমকে আরো বুভুক্ষার দিকে ঠেলে দেয়
তখন পৃথিবী কাঁদে।
বুদ্ধিজীবিরা যখন বুদ্ধির প্যাঁচে ফেলে
আল্লাহভীরু লোকদেরকে
ফাঁসির মঞ্চের দিকে ঠেলে দেয়
তখন পৃথিবী কাঁদে।
আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে
পৃথিবীর মাটি।
তাই কখন যে সে এ্যাটমের মত
ফেটে গিয়ে বিধ্বস্ত করবে নিজেকে
আর সেই সাথে পৃথিবীতে বিচরণশীল
মানুষরূপী পশুগুলোকে
তা সে নিজেও বলতে পারে না।
সেই দিন উৎপীড়িতের ক্রন্দনরোল
স্তব্ধ হয়ে যাবে চিরদিনের জন্য
আর সেই সাথে থেমে যাবে পৃথিবীর কান্না।